আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব । Importance of 6 Kalima of Islam with pronunciation and meaning in Arabic Bengali English

 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!

সবার জন্য ব্লগ” -এ পাঠকদের জন্য এবারের লিখা `আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব'

ইসলামের মূলভিত্তি পাঁচটি। এর মধ্যে কালেমা সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ। ইসলামে ইলম অর্জনের পর মুসলমানদের জন্য এটা প্রথম ফরজ। এই কালেমার মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে। কালেমা ঠিক না থাকলে ব্যক্তির ঈমান ও ইবাদত কোনটিই গ্রহণ হয় না। হযরত মুহাম্মদ (স.) কালেমা সর্বাগ্রে উল্লেখ করে বলেছেন- ’ইসলাম ৫টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ (স.) তার বান্দা ও রাসুল এবং নামাজ কায়েম করা, হজ্জ্ব পালন করা এবং রমজানের ফরজ রোজা পালন করা।’

ইসলামিক আর্টিকেল পড়ুন এখানে ক্লিক করে

রাসুল আরো বলেন, ইসলাম হলো- তুমি এ কথার সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহম্মাদ (স.) আল্লাহর রাসুল, নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ্জ্ব আদায় করবে।’ আল্লাহতায়ালা ইসলামের রোকনগুলোর মধ্যে সর্বপ্রথম কালেমাকে ফরজ করেছেন।

নিচে ৬ কালেমা’র আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থ তুলে ধরা হলো-

১। কালেমা তাইয়্যিবাহ:

আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব । Importance of 6 Kalima of Islam with pronunciation and meaning in Arabic Bengali English
আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব

বাংলা উচ্চারণ : লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্।

বাংলা অনুবাদ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, হযরত মুহাম্মদ (স.) তাঁহার প্রেরিত রাসুল।

English: There is no God but Allah, [and] Muhammad is the messenger of Allah.

 সূরা আল ফাতিহা’র মাজেজা ফজিলত বিস্তারিত পড়ুন

তিন কুল এর মাজেজা ও ফজিলত জানুন

২। কালেমা শাহাদাত:

আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব । Importance of 6 Kalima of Islam with pronunciation and meaning in Arabic Bengali English
আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব


বাংলা উচ্চারণ : আশহাদু আল-লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু-লা-শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।

বাংলা অনুবাদ : আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তিনি এক ও অদ্বিতীয় এবং আরও সাক্ষ্য দিতেছে যে, হযরত মুহাম্মদ (স.) তাঁহার বান্দা ও প্রেরিত রাসুল।

English: I bear witness that (there is) no god except Allah; One is He, no partner hath He, and I bear witness that Muhammad is His Servant and Messenger.

 

৩। কালেমা তামজীদ:

আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব । Importance of 6 Kalima of Islam with pronunciation and meaning in Arabic Bengali English
আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব


বাংলা উচ্চারণ : সুবহানআল্লাহী ওয়ালহামদু লিল্লাহী ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল অলিইল আযীম।

বাংলা অনুবাদ : মহিমান্বিত আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ মহান। সমস্ত পবিত্রতা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, তিনি সম্মানিত, তিনি মহান।

English: Exalted is Allah, and praise be to Allah, and there is no deity except Allah, and Allah is the Greatest. And there is no might nor power except in Allah, the Most High, the Most Great.

 সূরা কাফিরুন সূরা লাহাব সূরা নাসর বিশুদ্ধ অর্থসহ উচ্চারণ

৪। কালেমা তাওহীদ:

আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব । Importance of 6 Kalima of Islam with pronunciation and meaning in Arabic Bengali English
আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব


বাংলা উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওলাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু আবাদান আবাদা জুল জালালি ওয়াল ইকরাম বি ইয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

বাংলা অনুবাদ : আল্লাহ ব্যতিত কোনো উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়। তাঁর কোনো অংশীদার নেই। সকল ক্ষমতা এবং প্রশংসা তাঁরই জন্য। তিনিই জীবন ও মৃত্যুর মালিক। তিনি চিরঞ্জীব, তিনি সকল সম্মানের মালিক। তাঁর হাতেই সকল মঙ্গল এবং তিনি সবকিছুর উপর ক্ষমতা রাখেন।

 English: (There is) no God except Allah – One is He, no partners hath He. His is the Dominion, and His is the Praise. He gives life and sees to the natural cycle of life, life on Earth ends (death) for there is the eternal after life. He is eternal and ubiquitous. He of Majesty and Munificence. Within His Hand is (all) good. And He is, upon everything, Able (to exert His Will).

 মহান আল্লাহ’র ৯৯ নামের উচ্চারণ ও অর্থ জানুন

৫। কালেমা আস্তাগফার:

আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব । Importance of 6 Kalima of Islam with pronunciation and meaning in Arabic Bengali English
আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব


বাংলা উচ্চারণ : আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জামবি আয নাবতুহু আমাদান আওখাতাআন সিররান আওয়ালা নিয়াতান ওয়াতুবু ইলাইহি মিনাযযামবিল্লাজি ওয়া মিনাযযামবিল্লাজি লা আলামু ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুবী ওয়া সাত্তারুল উইয়ুবী ওয়া গাফফারুজজুনুবি ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম।

বাংলা অনুবাদ : আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সকল পাপ থেকে, যা আমি সংঘটিত করেছি আমার জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে, গোপনে বা প্রকাশ্যে এবং আমি আমার পালনকর্তার আশ্রয় চাই সেই পাপ থেকে, যে পাপ আমি জানি এবং যে পাপ আমি জানিনা। অবশ্যই আপনি লুকানো এবং গোপন (ভুল) পাপ সম্পর্কে জানেন এবং ক্ষমাশীল। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, তিনি সম্মানিত, তিনি মহান।

 English: I Seek forgiveness from Allah, my Lord, from every sin I committed knowingly or unknowingly, secretly or openly, and I turn towards Him from the sin that I know and from the sin that I do not know. Certainly You, You (are) the knower of the hidden things and the Concealer (of) the mistakes and the Forgiver (of) the sins. And (there is) no power and no strength except from Allah, the Most High, the Most Great.

 মহান আল্লাহ’র ৯৯ নামের উচ্চারণ ও অর্থ জানুন

৫। কালেমা রদ্দেকুফর:

আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব । Importance of 6 Kalima of Islam with pronunciation and meaning in Arabic Bengali English
আরবি বাংলা ইংরেজিতে উচ্চারণ ও অর্থসহ ইসলামের ৬ কালেমা’র গুরুত্ব


বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আন উশরিকা বিকা শাইআও ওয়া আনা আলামু বিহি ওয়া আসতাগ ফিরুকা লিমা আলামু বিহি ওয়ামা লা আলামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশশির্কি ওয়াল মা আছি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আক্বলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

বাংলা অনুবাদ : হে আল্লাহ! আমি তোমার নিকট আশা করছি, যেনো কাহাকেও তোমার সহিত অংশীদার না করি। আমার জানা-অজানা গুনাহ হতে ক্ষমা চাহিতেছি এবং ইহা হতে তওবা করিতেছি। কুফর, শিরক এবং অন্যান্য সমস্ত গুনাহ হতে বিদুরীত হইতেছি এবং প্রতিজ্ঞা করিতেছি আল্লাহ ব্যতিত অন্য কোন মাবুদ নাই, মুহাম্মদ মুস্তফা (স.) তাঁহার রাসুল।

ইসলামিক আর্টিকেল পড়ুন এখানে ক্লিক করে

 English: O Allah! I seek protection in You from that I should not join and partner with you knowingly. I seek your forgiveness from that which I do not know. I repent from it (ignorance) I free myself from disbelief and joining partners with you and from all sins. I submit to your will I believe and I declare; There is none worthy of worship beside Allah and Muhammad (Peace be upon Him) is Allah’s Messenger.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ