মহান আল্লাহ’র ৯৯ নামের উচ্চারণ ও অর্থ জানুন। নিজ সন্তানের নাম রাখুন মহান রবের নামের সাথে মিলিয়ে। Know the pronunciation and meaning of 99 names of Almighty Allah. Keep your child's name in harmony with the name of the great Lord

 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আবু হুরাইরাহ (র.) হতে বর্ণিত- তিনি বলেন, আল্লাহ তা’আলার নিরানব্বই নাম আছে। যে ব্যক্তি এই নামগুলোর হিফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বিজোড় সংখ্যা পছন্দ করেন। - সহীহ বুখারী (হাদিস : ৬৪১০)

পাঠকদের জন্য এবারের আর্টিকেলমহান আল্লাহ’র ৯৯ নামের উচ্চারণ ও অর্থ জানুন। নিজ সন্তানের নাম রাখুন মহান রবের নামের সাথে মিলিয়ে

মহান আল্লাহ’র ৯৯ নামের উচ্চারণ ও অর্থ জানুন। নিজ সন্তানের নাম রাখুন মহান রবের নামের সাথে মিলিয়ে। Know the pronunciation and meaning of 99 names of Almighty Allah. Keep your child's name in harmony with the name of the great Lord
মহান আল্লাহ’র ৯৯ নামের উচ্চারণ ও অর্থ জানুন

তিন কুল এর মাজেজা ও ফজিলত জানুন 

১। আল্লাহ                      অর্থ : আল্লাহ।

২। আর রাহমান             অর্থ : পরম দয়ালু, পরম করুণাময়, দয়ালু, কল্যাণময়।

৩। আর – রাহীম            অর্থ : অতিশয় – মেহেরবান, অতি দয়ালু।

৪। আলি - মালিক           অর্থ : সর্বকর্তৃত্বময়, অধিপতি, মালিক।

৫। আল – কুদ্দুস            অর্থ : নিষ্কলুষ, অতি পবিত্র।

৬। আস – সালাম            অর্থ : নিরাপত্তা –দানকারী, শান্তি –দানকারী, ত্রাণকর্তা।

৭। আল- মু’মিন              অর্থ : নিরাপত্তা ও ঈমান দানকারী, সত্য ঘোষণাকারী।

৮। আল- মুহাইমিন        অর্থ : পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, রক্ষক, প্রতিপালনকারী।

৯। আল- আ’জীজ         অর্থ : পরাক্রমশালী, সর্বাধিক সম্মানিত, মহাসম্মানিত।

১০। আল- জাব্বার          অর্থ : দুর্নিবার, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত।

১১। আল- মুতাকাব্বিইর   অর্থ : নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী, সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত।

১২। আল –খালিক          অর্থ : সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী।

১৩। আল- বারী              অর্থ : সঠিকভাবে সৃষ্টিকারী।

১৪। আল- মুছউইর         অর্থ : আকৃতি –দানকারী।

১৫। আল- গফ্ফার        অর্থ : পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল।

ইসলামিক আর্টিকেল পড়ুন এখানে ক্লিক করে

১৬। আল- ক্বাহার           অর্থ : কঠোর, মহাপ্রতাবশালী, দমনকারী।

১৭। আল –ওয়াহ্হাব       অর্থ : সবকিছু দানকারী, দানশীল, স্থাপনাকারী।

১৮। আর- রাজ্জাক        অর্থ : রিযিকদাতা।

১৯। আল ফাত্তাহ            অর্থ : বিজয়দানকারী, শ্রেষ্ঠ ফায়সালাকারী, প্রারম্ভকারী।

২০। আল- আলীম          অর্থ : সর্বজ্ঞ, মহাজ্ঞানী।

২১। আল- ক্ববিদ্ব’           অর্থ : নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী।

২২। আল- বাসিত           অর্থ : প্রশস্তকারী।

২৩। আল- খফিদ্বু         অর্থ : অবনতকারী (কাফির ও মুশরিকদের অপমানকারী)।

২৪। আর –রফীই’           অর্থ : উন্নতকারী, উঁচুকারী।

২৫। আল- মুই’জ্ব           অর্থ : সম্মান -দানকারী।

২৬। আল- মুদ্বি’ল্লু          অর্থ : (অবিশ্বাসীদের) বেইজ্জতকারী, সম্মান হরণকারী।

২৭। আস্ –সামিই’          অর্থ : সর্বশ্রোতা।

২৮। আল- বাছীর           অর্থ : সর্ববিষয়- দর্শনকারী, সর্বদ্রষ্টা।

২৯। আল- হা’কাম         অর্থ : অটল বিচারক, মহা বিচারপতি, হুকুমদাতা।

৩০। আল- আ’দল          অর্থ : পরিপূর্ণ- ন্যায়বিচারক, নিখুঁত, ন্যায় বিচারক।

৩১। আল- লাতীফ          অর্থ : সকল গোপন বিষয়ে অবগত, সূক্ষ্মদর্শী, অমায়িক।

৩২। আল- খ’বীর           অর্থ : সকল ব্যাপারে জ্ঞাত, সর্বজ্ঞ।

৩৩। আল- হা’লীম         অর্থ : অত্যন্ত ধৈর্যশীল, মহা সহনশীল, প্রশয়দাতা।

৩৪। আল- আ’জীম        অর্থ : সর্বোচ্চ মর্যাদাশীল, মহা মর্যাদাপূর্ণ, অতি বিরাট।

৩৫। আল- গফুর           অর্থ : পরম ক্ষমাশীল, মার্জনাকারী, অতীব ক্ষমাশীল।

৩৬। আশ্ –শাকুর          অর্থ : গুনগ্রাহী, সুবিবেচক।

৩৭। আল- আ’লিইউ      অর্থ : উচ্চ মর্যাদাশীল।

৩৮। আল- কাবিইর        অর্থ : সুমহান, অতি বিরাট।

৩৯। আল- হা’ফীজ        অর্থ : সংরক্ষণকারী।

৪০। আল- মুক্বীত           অর্থ : সকলের জীবনোপকরণ- দানকারী, লালন পালনকারী।

সূরা কাফিরুন সূরা লাহাব সূরা নাসর বিশুদ্ধ অর্থসহ উচ্চারণ

৪১। আল- হাসীব            অর্থ : হিসাব গ্রহণকারী, মহা- মীমাংসাকারী।

৪২। আল- জালীল          অর্থ : পরম মর্যাদার অধিকারী, গৌরবান্বিত।

৪৩। আল- কারীম          অর্থ : সুমহান দাতা, মহা সম্মানিত, মহা দয়ালু।

৪৪। আল- রক্বীব            অর্থ : তত্ত্বাবধায়ক।

৪৫। আল- মুজীব           অর্থ : জবাব- দানকারী, উত্তরদাতা, দো’আ কবুলকারী।

৪৬। আল- ওয়াসি’          অর্থ : সর্ব- ব্যাপী, অসীম, ব্যাপক।

৪৭। আল- হাকীম           অর্থ : পরম প্রজ্ঞাময়, সুবিজ্ঞ, সুদক্ষ।

৪৮। আল- ওয়াদুদ          অর্থ : (বান্দাদের প্রতি) সদয়, প্রেমময়, পরম স্নেহশীল।

৪৯। আল- মাজীদ          অর্থ : সকল মর্যাদার অধিকারী, মহিমান্বিত, সম্মানিত।

৫০। আল- বাই’ছ’          অর্থ : পুনুরুজ্জীবিতকারী।

৫১। আশ্- শাহীদ            অর্থ : সর্বজ্ঞ- স্বাক্ষী, প্রত্যক্ষদর্শী।

৫২। আল- হা’ক্ব             অর্থ : পরম সত্য।

৫৩। আল- ওয়াকিল        অর্থ : নির্ভরযোগ্য কর্ম- সম্পাদনকারী, সহায় প্রদানকারী।

৫৪। আল- ক্বউইউ         অর্থ : পরম শক্তির অধিকারী।

৫৫। আল- মাতীন          অর্থ : সুদৃঢ়, সুস্থির।

৫৬। আল- ওয়ালিইউ     অর্থ : অভিভাবক ও সাহায্যকারী।

৫৭। আল- হা’মীদ          অর্থ : সকল প্রশংসার অধিকারী, সকল প্রশংসার দাবিদার।

৫৮। আল- মুহছী           অর্থ : সকল সৃষ্টির ব্যাপারে অবগত।

৫৯। আল- মুব্দি’            অর্থ : প্রথমবার- সৃষ্টিকর্তা, অগ্রণী, প্রথম প্রবর্তক।

৬০। আল- মুঈ’দ           অর্থ : পুনরায় সৃষ্টিকর্তা।

৬১। আল- মুহ’য়ী           অর্থ : জীবন- দানকারী।

৬২। আল- মুমীত           অর্থ : মৃত্যু দানকারী।

৬৩। আল- হাইয়্যু          অর্থ : চিরঞ্জীব, যার কোন শেষ নেই।

৬৪। আল- ক্বাইয়্যুম       অর্থ : সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী।

৬৫। আল- ওয়াজিদ       অর্থ : অফুরন্ত ভান্ডারের অধিকারী।

৬৬। আল- মুহীত          অর্থ : পরিবেষ্টনকারী, সর্ব বেষ্টনকারী।

৬৭। আল- ওয়াহ ‘দ        অর্থ : এক ও অদ্বিতীয়।

৬৮। আছ্- ছামাদ          অর্থ : অমুখাপেক্ষী, অবিনশ্বর, চিরন্তন, স্বয়ং সম্পূর্ণ।

৬৯। আল- ক্বদির           অর্থ : সর্বশক্তিমান, মহা ক্ষমতাধর।

৭০। আল- মুক্বতাদির      অর্থ : নিরঙ্কুশ সিদ্ধান্তের অধিকারী।

ইসলামিক আর্টিকেল পড়ুন এখানে ক্লিক করে

৭১। আল- মুক্বদ্দিম        অর্থ : অগ্রসারক, সর্বাগ্রে সহায়তা প্রদানকারী।

৭২। আল- মুয়াক্খির      অর্থ : অবকাশ দানকারী, বিলম্বকারী।

৭৩। আল- আউয়াল       অর্থ : অনাদি, প্রথম।

৭৪। আল- আখির          অর্থ : অনন্ত, সর্বশেষ।

৭৫। আজ- জ’হির         অর্থ : সম্পূর্ণরূপে প্রকাশিত, প্রকাশ্য।

৭৬। আল- বাত্বিন          অর্থ : দৃষ্টি হতে অদৃশ্য, গোপন।

৭৭। আল- ওয়ালি           অর্থ : সমস্ত কিছুর অভিভাবক।

৭৮। আল- মুতাআ’লি     অর্থ : সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে।

৭৯। আল- বার্               অর্থ : পরম- উপকারী, অণুগ্রহশীল, কল্যাণকারী।

৮০। আত্- তাওয়াব        অর্থ : তাওবার তওফিক দানকারী এবং কবুলকারী, ক্ষমাকারী।

৮১। আন- মুনতাক্বিম     অর্থ : প্রতিশোধ গ্রহণকারী।

৮২। আল- আ’ফঊ        অর্থ : পরম উদার, শাস্তি মওকুফকারী, পাপ মোচনকারী।

৮৩। আর- রউফ           অর্থ : পরম স্নেহশীল, সদয়, সমবেদনা প্রকাশকারী, দয়াশীল।

৮৪। মালিকুল- মুলক      অর্থ : সমগ্র জগতের বাদশাহ্।

৮৫। আস- সবুর             অর্থ : অত্যধিক ধৈর্যধারণকারী।

৮৬। আল- মুক্বসিত       অর্থ : হকদারের হক আদায়কারী।

৮৭। আল- জামিই’         অর্থ : একত্রকারী, সমবেতকারী।

৮৮। আল- গণিই’           অর্থ : অমুখাপেক্ষী ধনী।

৮৯। আল- মুগণিই’        অর্থ : পরম অভাবমোচনকারী, সমৃদ্ধকারী, উদ্ধারকারী।

৯০। আল- মানিই’          অর্থ : অকল্যাণরোধক, প্রতিরোধকারী, রক্ষাকর্তা, নিষেধকারী।

৯১। আয্- যর                অর্থ : ক্ষতিসাধনকারী, যন্ত্রনাদানকারী, উৎপীড়নকারী।

৯২। আন্- নাফিই’          অর্থ : কল্যাণকারী, অনুগ্রাহক, উপকারকারী, হিতকারী।

৯৩। আন্- নূর               অর্থ : পরম আলা, আলোক।

৯৪। আল- হাদী              অর্থ : পথ প্রদর্শক, হিদায়েতকারী।

৯৫। আল- বাদীই’          অর্থ : অতুলনীয়।

৯৬। আল- বাক্বী            অর্থ : চিরস্থায়ী, অবিনশ্বর।

৯৭। আল- ওয়ারিস’        অর্থ : উত্তরাধিকারী।

৯৮। আর- রাশীদ           অর্থ : সঠিক পথ প্রদর্শক, বিচক্ষণ, সচেতন।

৯৯। যুল- জালালি- ওয়াল- ইকরাম    অর্থ : মহিমান্বিত ও দয়াবান সত্তা, মহা সম্মানিত।

ইসলামিক আর্টিকেল পড়ুন এখানে ক্লিক করে

 

সতর্কতা: আল্লাহর গুণবাচক নামগুলো আরবি ভাষার। আরবি ভাষার বাংলা উচ্চারণ বিশুদ্ধভাবে সম্ভব নয়। যতটা সম্ভব ‘সবার জন্য ব্লগ’ –এ আসমাউল হুসনা’র উচ্চারণ সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাঠকদের নিকট অনুরোধ- বিজ্ঞ আলেমদের কাছ থেকে সঠিক উচ্চারণ জেনে তা আমল করবেন ইনশাআল্লাহ। মহান রব সবাইকে হেফাজত করুন (আমীন)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ