আসসালামু আলাইকুম।
সম্মানিত পাঠকদের জন্য ‘সবার জন্য ব্লগ’- এ আজকের লিখা-
“আল ফাতিহা শব্দের অর্থ কি? সূরা আল ফাতিহা’র অর্থসহ বাংলা উচ্চারণ। আল ফাতিহা’র ফজিলত ও মাজেজা জানুন”
সূরার নাম - আল ফাতিহা।
অর্থ - সূচনা।
মোট আয়াত সংখ্যা - ০৭।
![]() |
সূরা আল ফাতিহা’র অর্থসহ বাংলা উচ্চারণ, ফজিলত ও মাজেজা। |
এই সূরাটিকে ‘সূরাতুল হামদ’ এবং ‘সূরাতুস্ সালাত’
বলা হয়। এই সূরা ছাড়া নামাজ পড়া যায় না। নামাজের অন্যতম শর্ত হচ্ছে এই সূরাটি পাঠ করা।
এই সূরার আরেকটি নাম ‘সূরাতুশ শিফা’ও বটে।
সূরা আল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে বলে সূরাটিকে ‘মাক্কী সূরা’ বলে অভিমত অধিকাংশের, তবে ভিন্ন মতে মাদানী সূরা ও প্রথম অংশ মাক্কী ও শেষ অংশ মাদানী বলেও মত রয়েছে।
ইসলামিক আর্টিকেল পড়ুন এখানে ক্লিক করে
তিন কুল এর মাজেজা ও ফজিলত জানুন
-: সূরা আল ফাতিহা’র ফজিলত :-
‘খাজিনাতুল
আসরার’ কিতাবে উল্লেখ করা হয়েছে- ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়েরে আগে
কেউ যদি বিসমিল্লাহসহ সূরা আল ফাতিহা ৪০বার পাঠ করে তাহলে ঐ ব্যক্তি নিঃসন্তান থাকলে সন্তান
লাভ করবেন, বেকার থাকলে চাকুরি পাবেন, ঋণগ্রস্থ হলে ঋণ পরিশোধের উপায় পাবেন, সম্পদহীন
থাকলে সম্পদ লাভের রাস্তা পাবেন, অসূস্থ থাকলে সূস্থ্য হয়ে যাবেন এবং বিপদাপন্ন থাকলে
বিপদমুক্ত হয়ে যাবেন।
হজরত আলী (র.) বলেছেন- কোনো বিপদে পতিত ব্যক্তি এক হাজার বার সূরা আল ফাতিহা পাঠ করলে ঐ ব্যক্তির আর বিপদ থাকতে পারে না।
ইসলামিক আর্টিকেল পড়ুন এখানে ক্লিক করে
সূরা ফালাক্ব, সূরা লাহাব, সূরা নাসর এর উচ্চারণসহ অর্থ
হজরত ইমাম
জাফর সাদেক (র.) বলেছেন- ৪১ বার সূরা আল ফাতিহা
পাঠ করে পানিতে ফুঁক দিয়ে কোনো অসূস্থ ব্যক্তিকে ঐ পানি পান করালে অসূস্থ্য ব্যক্তি
সূস্থ্য হয়ে যাবেন। (তাওয়ারিখে মদিনা)
আয়াত নং – ০১
বাংলা উচ্চারণ : বিছমিল্লাহির রাহমানির রাহিম।
বাংলা অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু,
আয়াত নং – ০২
বাংলা উচ্চারণ : আল হামদুলিল্লা-হি রাব্বিল ‘আ-লামীন।
বাংলা অনুবাদ : সকল প্রশংসা
জগতসমূহের প্রতিপালক আল্লাহরই,
ইসলামিক আর্টিকেল পড়ুন এখানে ক্লিক করে
আয়াত নং – ০৩
বাংলা উচ্চারণ : আররাহমা-নির রাহীম।
বাংলা অনুবাদ : যিনি দয়াময়,
পরম দয়ালু,
আয়াত নং – ০৪
বাংলা উচ্চারণ : মা-লিকি
ইয়াওমিদ্দীন।
বাংলা অনুবাদ : কর্মফল
দিবসের মালিক।
আয়াত নং – ০৫
বাংলা উচ্চারণ : ইয়্যা-কা
না’বুদুওয়া ইয়্যা-কা নাছতা’ঈন।
বাংলা অনুবাদ : আমরা শুধু
তোমারই ‘ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি,
ইসলামিক আর্টিকেল পড়ুন এখানে ক্লিক করে
তিন কুল এর মাজেজা ও ফজিলত জানুন
আয়াত নং – ০৬
বাংলা উচ্চারণ : ইহদিনাসসিরা-তাল
মুছতাকীম।
বাংলা অনুবাদ : আমাদেরকে
সরল পথ প্রদর্শন করো,
আয়াত নং – ০৭
বাংলা উচ্চারণ : সিরা-তাল্লাযীনা আন‘আমতা ‘আলাইহিম। গাইরিল মাগদূ বি
‘আলাইহিম ওয়ালাদ্দালীন।
0 মন্তব্যসমূহ
Always stay connected with SOBAR JONNO BLOG
সবসময় যুক্ত থাকুন সবার জন্য ব্লগের সাথে।