বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরার নাম - কাফিরুন।
![]() |
সূরা কাফিরুন সূরা লাহাব সূরা নাসর এর উচ্চারণ ও বাংলা অর্থ |
অর্থ – অবিশ্বাসী গোষ্ঠী।
মোট আয়াত সংখ্যা - ০৬।
বাংলা উচ্চারণ : বিছমিল্লাহির রাহমানির রাহিম।
বাংলা অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু।
আয়াত নং - ০১
বাংলা উচ্চারণ : কুল ইয়াআইয়ুহাল কা-ফিরুন।
বাংলা অনুবাদ : বলো, ‘হে কাফিররা!
আয়াত নং - ০২
বাংলা উচ্চারণ : লাআ’বুদুমা-তা’বুদুন।
বাংলা অনুবাদ : ‘আমি তাহার
‘ইবাদত করি না যাহার ‘ইবাদত তোমরা করো,
আয়াত নং - ০৩
বাংলা উচ্চারণ : ওয়ালাআনতুম
‘আ-বিদূনা মাআ’বুদ।
বাংলা অনুবাদ : এবং তোমরাও তাঁহার ‘ইবাদতকারী নও যাঁহার ‘ইবাদত আমি
করি,
আয়াত নং - ০৪
বাংলা উচ্চারণ : ওয়ালাআনা
‘আ-বিদুম মা-‘আবাত্তুম।
বাংলা অনুবাদ : ‘এবং আমি ‘ইবাদকারী নই তাহার যাহার ‘ইবাদত তোমরা করিয়া
আসিতেছ।
আয়াত নং - ০৫
বাংলা উচ্চারণ : ওয়ালাআনতুম
‘আ-বিদূনা মাআ’বুদ।
বাংলা অনুবাদ : এবং তোমরাও তাঁহার ‘ইবাদতকারী নও যাঁহার ‘ইবাদত আমি
করি,
আয়াত নং - ০৬
বাংলা উচ্চারণ : লাকুম দীনুকুম
ওয়ালিয়া দীন।
সূরার নাম - লাহাব।

সূরা কাফিরুন সূরা লাহাব সূরা নাসর এর উচ্চারণ ও বাংলা অর্থ

অর্থ – জলন্ত অঙ্গার।
মোট আয়াত সংখ্যা - ০৫।
বাংলা উচ্চারণ : বিছমিল্লাহির রাহমানির রাহিম।
বাংলা অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু।
আয়াত নং - ০১
বাংলা উচ্চারণ : তাব্বাত ইয়াদাআবী লাহাবিওঁ ওয়া তাব্ব।
বাংলা অনুবাদ : ধ্বংস হউক, আবূ লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হউক সে
নিজেও,
আয়াত নং - ০২
বাংলা উচ্চারণ : মাআগনা-
‘আনহু মা-লুহূওয়ামা- কাছাব।
বাংলা অনুবাদ : উহার ধন–সম্পদ
ও উহার উপার্জন উহারকোনো কাজে আসে নাই,
আয়াত নং - ০৩
বাংলা উচ্চারণ : ছাইয়াসলা-না-রান
যা-তা লাহাব।
বাংলা অনুবাদ : অচিরে সে
প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে,
আয়াত নং - ০৪
বাংলা উচ্চারণ : ওয়ামরাআতুহূ;
হাম্মা – লাতাল হাতাব।
বাংলা অনুবাদ : এবং তাহার
স্ত্রীও – যে ইন্ধন বহন করে,
আয়াত নং - ০৫
বাংলা উচ্চারণ : ফী জীদিহা
– হাবলুম মিম মাছাদ।
সূরার নাম - আল নাসর।
অর্থ – স্বর্গীয় সাহায্য।
মোট আয়াত সংখ্যা - ০৩।
বাংলা উচ্চারণ : বিছমিল্লাহির রাহমানির রাহিম।
বাংলা অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু।
আয়াত নং - ০১
বাংলা উচ্চারণ : ইযা-জাআ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ।
বাংলা অনুবাদ : যখন আসিবে আল্লাহর সাহায্য ও বিজয়,
আয়াত নং - ০২
বাংলা উচ্চারণ : ওয়ারাআইতান্না-ছা
ইয়াদখুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা-।
বাংলা অনুবাদ : এবং তুমি
মানুষকে দলে দলে আল্লাহর দ্বিনে প্রবেশ করিতে দেখিবে,
আয়াত নং - ০৩
বাংলা উচ্চারণ : ফাছাব্বিহবিহামদি
রাব্বিকা ওয়াছতাগফিরহু ইন্নাহূকা-না তাওওয়া-বা-।
0 মন্তব্যসমূহ
Always stay connected with SOBAR JONNO BLOG
সবসময় যুক্ত থাকুন সবার জন্য ব্লগের সাথে।