কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি (এ টু জেড) । Computer Keyboard Details (A to Z)



কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি, কী-বোর্ড সম্পর্কে জানার উপায়, কী-বোর্ড বিশেষজ্ঞ, কম্পিউটার কী-বোর্ড নিয়ে খুঁটিনাটি
কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি (এ টু জেড)


কম্পিউটার কী-বোর্ড (Computer Keyboard) : 

কী-বোর্ড (Keyboard) হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। এটি এমন একটি ডিভাইস যাহাতে কিছু বাটন বিন্যস্ত করা থাকে। এই বাটনগুলো ইলেকট্রনিক সুইচ বা মেকানিক্যাল লিভারের মতো কাজ করে। কী-বোর্ডের (Keyboard) বিন্যস্ত বাটনগুলোকে এক একটি ‘কী’ বলে। এই কী চেপে বা চেপে ধরে রেখে অপারেটর তার প্রয়োজনানুসারে চিহ্ন তৈরি করে। মাউস, পেন, ভয়েস, টাচস্ক্রিন আবিষ্কার হলেও কম্পিউটার কী-বোর্ডের (Keyboard) প্রয়োজন একটুও কমেনি। 

কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি (এ টু জেড)-Computer Keyboard Details (A to Z)


কম্পিউটার কী-বোর্ড পরিচিতি : 

কী-বোর্ডে (Keyboard) ফাংশন অনুযায়ী অনেক ধরনের কী সাজানো থাকে। এই কী-গুলোর কয়েকটি মিলে আলাদা আলাদা পরিচিতি রয়েছে। সব কী-বোর্ডেই  (Keyboard) সমান কী থাকেনা। মূল ব্যবহারের কী ছাড়া কী-এর সংখ্যায় কোম্পানি অনুযায়ী ভিন্নতা লক্ষ্য করা যায়। তবে ৮৪টি কী এর নিচে সাধারনত কী-বোর্ড (Keyboard) হয় না। কোনো কোনো কী-বোর্ডে ১০১টি, আবার কিছু কী-বোর্ডে ১০২টি কী থাকে।  

ব্যবহার অনুযায়ী কী-বোর্ডের কী সমূহকে ৫ ভাগে ভাগ করা হয়েছে। যথা: 


            ১। ফাংশন কী। 

            ২। অ্যারো কী। 

            ৩। আলফাবেটিক কী। 


            ৫। বিশেষ কী। 

নিচে এদের বিবরণ তুলে ধরা হলো : 

১। ফাংশন কী
কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি, কী-বোর্ড সম্পর্কে জানার উপায়, কী-বোর্ড বিশেষজ্ঞ, কম্পিউটার কী-বোর্ড নিয়ে খুঁটিনাটি
কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি (এ টু জেড)
একটি কী-বোর্ডের (Keyboard) উপরের দিকে বাম পাশে এক ডজন কী আছে, যেগুলোর সাংকেতিক চিহ্ন F1 থেকে F2। এই ১২টি কী কে একত্রে ফাংশন কী বলা হয়। এই কী-গুলোর মাধ্যমে নির্দিষ্ট কিছু কাজ করা হয়ে থাকে। বিশেষ করে উইন্ডোজের প্রোগ্রামে কার্যকরী। যেমন : কোনো প্রোগ্রামের জন্য হেল্প চাওয়া বা কোনো প্রোগ্রামকে রান করানো ইত্যাদি।


২। অ্যারো কী :

কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি, কী-বোর্ড সম্পর্কে জানার উপায়, কী-বোর্ড বিশেষজ্ঞ, কম্পিউটার কী-বোর্ড নিয়ে খুঁটিনাটি
কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি (এ টু জেড)

কী-বোর্ডের (Keyboard) ডান পাশে নিচের দিকে অ্যারো চিহ্নিত ৪টি কী আলাদাভাবে একত্রে থাকে। ইদানিং কিছু কোম্পানি বৈচিত্র আনতে ডান পাশে উপরের দিকেও কী ৪টি কে ব্যবহার করছে। এই ৪টি কী কে অ্যারো কী বলে। এই ৪টি কী এর উপরে তীর চিহ্নিত করা থাকে। এই কী দ্বারা খুব সহজে কারসরকে ডানে বামে, উপরে নিচে নেওয়া যায়। এই ৪টি কী কে এডিট কী বলেও ডাকা হয়। কারন টেক্সট এডিট করার কাজেও এগুলো ব্যবহৃত হয়। 


৩। আলফাবেটিক কী :
কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি, কী-বোর্ড সম্পর্কে জানার উপায়, কী-বোর্ড বিশেষজ্ঞ, কম্পিউটার কী-বোর্ড নিয়ে খুঁটিনাটি
কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি (এ টু জেড)

ইংরেজি বর্ণমালা A টু Z, অথবা বাংলা বর্ণমালা অ থেকে চন্দ্রবিন্দু কিংবা আরবি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত সাজানো অংশকেই একত্রে কী-বোর্ডের (Keyboard) আলফাবেটিক কী বলা হয়। অন্য কোনো কী বা কী এর অংশ ছাড়া চললেও আলফাবেটিব কী ছাড়া কী-বোর্ড অচল। মূলত এই অংশকেই কী বোর্ডের প্রাণ বলা হয়। যত ধরনের লেখালেখির কাজ এই অংশ অর্থ্যাৎ আলফাবেটিক কী দ্বারা সম্পন্ন হয়। 

৪। নিউমেরিক বা লজিক্যাল কী :

কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি, কী-বোর্ড সম্পর্কে জানার উপায়, কী-বোর্ড বিশেষজ্ঞ, কম্পিউটার কী-বোর্ড নিয়ে খুঁটিনাটি
কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি (এ টু জেড)

কী-বোর্ডের (Keyboard) ডান পাশে ০ থেকে ৯ অথবা 0 to 9 সংখ্যা বিশিষ্ট আলাদা কী-গুচ্ছকেই নিউমেরিক বা লজিক্যাল কী বলা হয়। এখানে আরো +,-,*,/ প্রভৃতি গাণিতিক কী থাকে। তাছাড়াও Num Lock, Delete, Enter এই সমস্ত লজিক্যাল কী থাকে। এই অংশ দ্বারা সাধারনত গাণিতিক হিসেব নিকেশ করা হয়, যাকে ক্যালকুলেটরের ব্যবহারের মতোও বলা যায়। 


৫। বিশেষ কী : উল্লেখিত কী সমূহ ছাড়াও কী-বোর্ডের (Keyboard) আরো কিছু কী আছে। যেগুলো বিশেষ বিশেষ কাজ সম্পাদন করে থাকে বলে এগুলোকে বিশেষ কী বলা হয়। নিচে এদের বিবরণ তুলে ধরা হলো- 

· Esc: এই কী এর সাহায্যে কোনো নির্দেশ বাতিল করা হয়। 

· Tab: কলাম, নম্বর, অনুচ্ছেদ শুরুর স্থান বা প্যারাগ্রাফ তৈরি ইত্যাদির কাজে এই কী ব্যবহৃত হয়। 

· Caps Lock: এই কী ব্যবহারের মাধ্যমে ইংরেজিতে বড় হাতের ও ছোট হাতের অক্ষর টাইপ করা যায়। এই কী অন থাকলে ডান পাশে সবুজ বাতি জ্বলে থাকে। ফলে তখন বড় হতের অক্ষর টাইপিং হয়। 

· Shift: এই কী এর সাথে যদি ফাংশন কী আলাদা আলাদা চাপা হয় তবে কম্পিউটারে বিভিন্ন কমান্ড দেওয়া যাবে। এছাড়া, একই শব্দে বা শব্দের মাঝে অন্য শব্দের ১ম বা যে কোনো অক্ষর বড় বা ছোট হাতের লিখতে এই কী ব্যবহার হয়। আপনি যদি Shift চেপে ধরে টাইপিং করেন তাহলে ইংরেজি বড় হাতের আর বাংলাতে কী এর উপরের অক্ষর টাইপ করতে পারবেন। যেমন : Urmi, Monir লিখতে এই কী এর ব্যবহার করতে হয়েছে। আবার বাংলার জন্য আষাঢ় লিখতেও Shift চাপতে হয়েছে। ব্যবহারের সুবিধার এই কী দু’পাশে ২টি থাকে।  
· Alt: বিভিন্ন প্রোগ্রামের ভিন্ন ভিন্ন নির্দেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই কী’ও দুপাশে ২টি থাকে। 

·Enter: লেখার ক্ষেত্রে নতুন প্যারা তৈরি করতে বা কম্পিউটারকে কোনো নির্দেশ দিতে ব্যবহৃত হয়। অর্থ্যাৎ এটি ok নির্দেশ করে মূলত। 

· Pause Break: এই কী চেপে কম্পিউটারের দ্রুত গতিকে নিয়ন্ত্রণ করা যায়। যদি দ্রুত গতির কারনে কিছু পড়তে অসুবিধা হয় তবে Pause Break কী চেপে পড়ুন। 

· Print Screen(PrtSc SysRq): খুব সহজে স্ক্রীণের যা কিছু থাকে সেগুলোকে ক্যাপচার করে নেওয়ার জন্য এই কী ব্যবহার হয়। সহজ ভাষায় স্ক্রীনশর্ট বলা হয়। 

· Delete: যে কোনো কিছু মুছে ফেলার জন্য সিলেক্ট করে এই বাটন চাপলেই চোখের সামনে থেকে দূর হয়ে যাবে। 

· Home: কারসরকে পাতার প্রথমে আনতে এই কী ব্যবহার করা হয়। 

· End : কারসর পয়েন্ট যেখানেই থাকুক দ্রুত গতিতে পৃষ্ঠার একদম নিচে অর্থ্যাৎ শেষে চলে আসবে। 

· Page Up: পেজের উপরের দিকে উঠতে এই কী ব্যবহার হয়। 

· Page Down: পেজের নিচের দিকে নামতে এই কী ব্যবহার হয়। 

· Insert: কোনো লেখার মাঝে কিছু লিখলে তা সাধারনত ডান দিক থেকে শুরু হয়, কিন্তু এই কী চেপে লিখলে তা আগের বর্ণের উপরে ওভার রাইটিং হয়। কাজ শেষে পুনরায় এই কী চাপলে পূর্বাবস্থায় ফিরে আসে। 

· Back Space: কোন কিছুর পেছনের অংশ মুছে ফেলতে এই কী ব্যবহার করা হয়। 

· Space Bar: কী-বোর্ডের সবচেয়ে লম্বা কী এইটা। লেখার মাঝে ফাঁকা রাখতে এই কী ব্যবহার করা হয়। 

· Num Lock: এই কী চাপা না থাকলে ডান পাশের কীগুলো কাজ করবে না। এই কী অন আছে কিনা তার জন্য একটি সবুজ বাতির নির্দেশ সংকেত দেওয়া থাকে। 


বিশেষ মাল্টিমিডিয়া কী: 

কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি, কী-বোর্ড সম্পর্কে জানার উপায়, কী-বোর্ড বিশেষজ্ঞ, কম্পিউটার কী-বোর্ড নিয়ে খুঁটিনাটি
কম্পিউটার কী-বোর্ডের খুঁটিনাটি (এ টু জেড)

প্রত্যেকটি কী -বোর্ডেই (Keyboard) ৪টি মাল্টিমিডিয়া কী থাকে, তবে কিছু কিছু কী-বোর্ডে (Keyboard) অডিও ভিডিও কন্ট্রোলের জন্য আরো ৭ থেকে ৮টি কী থাকে। যেগুলো দিয়ে অনায়াসে অডিও ভিডিও অপারেট করা যায়। বাধ্যতামূলক থাকা ৪টি কী- 

· Stand by Mood: আপনি যদি শুধু মনিটর বন্ধ রেখে কম্পিউটার চালু রাখতে চান তাহলে এই কী চাপুন। 

· Mail Key: ইন্টারনেট চালু রেখে এই কী চাপলে আউটলুক এক্সপ্রেস চালু হবে, আপনি মেইল পাঠাতে পারবেন। 

· Web Key: এই কী চেপে সরাসরি ওয়েব ব্রাউজার ওপেন করা যায়। আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। 

· Start Menu Key: এক চাপেই আপনি এই কী দ্বারা স্টার্ট মেন্যু ওপেন করতে পারবেন, সাথে প্রয়োজনীয় কমান্ডও দিতে পারবেন। 





লেখক : মসনদ সাগর
  শিক্ষক, মাস্টার ট্রেইনার, লেখক ও ফ্রিল্যান্সার, 
  by- sobar jonno blog –সবার জন্য ব্লগ ।।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Always stay connected with SOBAR JONNO BLOG
সবসময় যুক্ত থাকুন সবার জন্য ব্লগের সাথে।