পবিত্র আল কুরআনের অন্যতম সূরা কাওছার সূরা কুরাইশ সূরা মাঊন এর সহিহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ গুরুত্ব জানি । One of the Surahs of the Holy Qur'an, Surah Kawser, Surah Quraish, Surah Maun, know the importance of Sahih Arabic, Bengali pronunciation and meaning

 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ ।

সবার জন্য ব্লগ -এ আরেকটি ইসলামিক পোস্ট পবিত্র কোরআন থেকে-

পবিত্র আল কুরআনের অন্যতম সূরা কাওছার সূরা কুরাইশ সূরা মাঊন এর সহিহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ গুরুত্ব জানি


সূরার নাম - কাওসার

পবিত্র আল কুরআনের অন্যতম সূরা কাওছার সূরা কুরাইশ সূরা মাঊন এর সহিহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ গুরুত্ব জানি । One of the Surahs of the Holy Qur'an, Surah Kawser, Surah Quraish, Surah Maun, know the importance of Sahih Arabic, Bengali pronunciation and meaning
সূরা কাওছার সূরা কুরাইশ সূরা মাঊন এর সহিহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ গুরুত্ব



অর্থ – প্রাচুর্য

মোট আয়াত সংখ্যা - ০৩

বাংলা উচ্চারণ : বিছমিল্লাহির রাহমানির রাহিম।

বাংলা অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু।

আয়াত নং - ০১

বাংলা উচ্চারণ : ইন্নাআ’তাইনা – কাল কাওছার।

বাংলা অনুবাদ : আমি অবশ্যই তোমাকে কাওছার দান করিয়াছি।

আয়াত নং - ০২

বাংলা উচ্চারণ : ফাসাললি লিরাব্বিকা ওয়ানহার।

বাংলা অনুবাদ : সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানী করো।

আয়াত নং - ০৩

বাংলা উচ্চারণ : ইন্না শা-নিআকা হুওয়াল আবতার।

বাংলা অনুবাদ : নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ।


সূরার নাম – কুরাইশ

পবিত্র আল কুরআনের অন্যতম সূরা কাওছার সূরা কুরাইশ সূরা মাঊন এর সহিহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ গুরুত্ব জানি । One of the Surahs of the Holy Qur'an, Surah Kawser, Surah Quraish, Surah Maun, know the importance of Sahih Arabic, Bengali pronunciation and meaning
সূরা কাওছার সূরা কুরাইশ সূরা মাঊন এর সহিহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ গুরুত্ব


অর্থ – কুরাইশ গোত্র

মোট আয়াত সংখ্যা - ০৪

বাংলা উচ্চারণ : বিছমিল্লাহির রাহমানির রাহিম।

বাংলা অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু।

আয়াত নং - ০১

বাংলা উচ্চারণ : লিঈলা - ফি কুরাইশ

বাংলা অনুবাদ : যেহেতু কুরাইশের আসক্তি আছে,

আয়াত নং - ০২

বাংলা উচ্চারণ : ঈলা – ফিহিম রিহলাতাশশিতাই ওয়াসসাঈফ।

বাংলা অনুবাদ : আসক্তি আছে তাহাদের শীত ও গ্রীষ্মে সফরের,

আয়াত নং - ০৩

বাংলা উচ্চারণ : ফালইয়া’বুদূরাব্বা হা-যাল বাঈত।

বাংলা অনুবাদ : অতএব, উহারা ‘ইবাদত করুক এই গৃহের মালিকের,

আয়াত নং - ০৪

বাংলা উচ্চারণ : আল্লাযীআতা‘আমাহুম মিন জূ’ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ।

বাংলা অনুবাদ : যিনি উহাদেরকে ক্ষুধায় আহার দিয়াছেন এবং ভীতি হইতে উহাদেরকে নিরাপদ করিয়াছেন।

সূরার নাম - মাঊন

পবিত্র আল কুরআনের অন্যতম সূরা কাওছার সূরা কুরাইশ সূরা মাঊন এর সহিহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ গুরুত্ব জানি । One of the Surahs of the Holy Qur'an, Surah Kawser, Surah Quraish, Surah Maun, know the importance of Sahih Arabic, Bengali pronunciation and meaning
সূরা কাওছার সূরা কুরাইশ সূরা মাঊন এর সহিহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ গুরুত্ব

অর্থ – সাহায্য - সহায়তা

মোট আয়াত সংখ্যা - ০৭

বাংলা উচ্চারণ : বিছমিল্লাহির রাহমানির রাহিম।

বাংলা অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু।

আয়াত নং - ০১

বাংলা উচ্চারণ : আরাআইতাল্লাযী ইউকাযযি বুবিদ্দীন।

বাংলা অনুবাদ : তুমি কি দেখিয়াছ তাহাকে যে দীনকে অস্বীকার করে?

আয়াত নং - ০২

বাংলা উচ্চারণ : ফাযা-লিকাল্লাযী ইয়াদু“উল ইয়াতীম।

বাংলা অনুবাদ : সে তো সে – ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয়,

আয়াত নং - ০৩

বাংলা উচ্চারণ : ওয়ালা-ইয়াহুদ্দু‘আলা-তা’আ-মিল মিছকীন।

বাংলা অনুবাদ : এবং সে অভাবগ্রস্থকে খাদ্যদানে উৎসাহ দেয় না।

আয়াত নং - ০৪

বাংলা উচ্চারণ : ফাওয়াইঁলুললিল মুসাল্লীন।

বাংলা অনুবাদ : সুতরাং দূর্ভোগ সেই সালাত আদায়কারীদের,

আয়াত নং - ০৫

বাংলা উচ্চারণ : আল্লাযীনাহুম ‘আন সালা-তিহিম ছা-হূন।

বাংলা অনুবাদ : যাহারা তাহাদের সালাত আদায় সম্বন্ধে উদাসীন,

আয়াত নং - ০৬

বাংলা উচ্চারণ : আল্লাযীনা হুম ইউরাঊনা।

বাংলা অনুবাদ : যাহার লোক দেখানোর জন্য উহা করে,

সূরা কাফিরুন সূরা লাহাব সূরা নাসর বিশুদ্ধ অর্থসহ উচ্চারণ

আয়াত নং - ০৭

বাংলা উচ্চারণ : ওয়া ইয়ামনা’ঊনাল মা-’ঊন।

বাংলা অনুবাদ : এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটো – খাটো সাহায্য দানে বিরত থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ