আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ ।
“সবার জন্য ব্লগ” -এ আরেকটি ইসলামিক পোস্ট পবিত্র কোরআন থেকে-
“পবিত্র আল কুরআনের অন্যতম সূরা কাওছার সূরা কুরাইশ সূরা মাঊন এর সহিহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ গুরুত্ব জানি”
সূরার নাম - কাওসার।
অর্থ – প্রাচুর্য।
মোট আয়াত সংখ্যা - ০৩।
বাংলা উচ্চারণ : বিছমিল্লাহির রাহমানির রাহিম।
বাংলা অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু।
আয়াত নং - ০১
বাংলা উচ্চারণ : ইন্নাআ’তাইনা – কাল কাওছার।
বাংলা অনুবাদ : আমি অবশ্যই তোমাকে কাওছার দান করিয়াছি।
আয়াত নং - ০২
বাংলা উচ্চারণ : ফাসাললি
লিরাব্বিকা ওয়ানহার।
বাংলা অনুবাদ : সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায়
করো এবং কুরবানী করো।
আয়াত নং - ০৩
বাংলা উচ্চারণ : ইন্না শা-নিআকা
হুওয়াল আবতার।
সূরার নাম – কুরাইশ।
সূরা কাওছার সূরা কুরাইশ সূরা মাঊন এর সহিহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ গুরুত্ব |
অর্থ – কুরাইশ গোত্র।
মোট আয়াত সংখ্যা - ০৪।
বাংলা উচ্চারণ : বিছমিল্লাহির রাহমানির রাহিম।
বাংলা অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু।
আয়াত নং - ০১
বাংলা উচ্চারণ : লিঈলা - ফি কুরাইশ।
বাংলা অনুবাদ : যেহেতু কুরাইশের আসক্তি আছে,
আয়াত নং - ০২
বাংলা উচ্চারণ : ঈলা – ফিহিম রিহলাতাশশিতাই ওয়াসসাঈফ।
বাংলা অনুবাদ : আসক্তি আছে তাহাদের শীত ও গ্রীষ্মে সফরের,
আয়াত নং - ০৩
বাংলা উচ্চারণ : ফালইয়া’বুদূরাব্বা হা-যাল বাঈত।
বাংলা অনুবাদ : অতএব, উহারা ‘ইবাদত করুক এই গৃহের মালিকের,
আয়াত নং - ০৪
বাংলা উচ্চারণ : আল্লাযীআতা‘আমাহুম মিন জূ’ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ।
সূরার নাম - মাঊন।
অর্থ – সাহায্য - সহায়তা।
মোট আয়াত সংখ্যা - ০৭।
বাংলা উচ্চারণ : বিছমিল্লাহির রাহমানির রাহিম।
বাংলা অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু।
আয়াত নং - ০১
বাংলা উচ্চারণ : আরাআইতাল্লাযী ইউকাযযি বুবিদ্দীন।
বাংলা অনুবাদ : তুমি কি দেখিয়াছ তাহাকে যে দীনকে অস্বীকার করে?
আয়াত নং - ০২
বাংলা উচ্চারণ : ফাযা-লিকাল্লাযী
ইয়াদু“উল ইয়াতীম।
বাংলা অনুবাদ : সে তো সে
– ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয়,
আয়াত নং - ০৩
বাংলা উচ্চারণ : ওয়ালা-ইয়াহুদ্দু‘আলা-তা’আ-মিল
মিছকীন।
বাংলা অনুবাদ : এবং সে অভাবগ্রস্থকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
আয়াত নং - ০৪
বাংলা উচ্চারণ : ফাওয়াইঁলুললিল
মুসাল্লীন।
বাংলা অনুবাদ : সুতরাং দূর্ভোগ সেই সালাত আদায়কারীদের,
আয়াত নং - ০৫
বাংলা উচ্চারণ : আল্লাযীনাহুম
‘আন সালা-তিহিম ছা-হূন।
বাংলা অনুবাদ : যাহারা তাহাদের সালাত আদায় সম্বন্ধে উদাসীন,
আয়াত নং - ০৬
বাংলা উচ্চারণ : আল্লাযীনা
হুম ইউরাঊনা।
বাংলা অনুবাদ : যাহার লোক দেখানোর জন্য উহা করে,
সূরা কাফিরুন সূরা লাহাব সূরা নাসর বিশুদ্ধ অর্থসহ উচ্চারণ
আয়াত নং - ০৭
বাংলা উচ্চারণ : ওয়া ইয়ামনা’ঊনাল
মা-’ঊন।
0 মন্তব্যসমূহ
Always stay connected with SOBAR JONNO BLOG
সবসময় যুক্ত থাকুন সবার জন্য ব্লগের সাথে।