সূস্থ্য
ও সুন্দর আছেন, এই প্রত্যাশায় নতুন টপিক “সংসারে খরচ কমানোর ১৩ উপায় (13 Ways to Reduce Household Expenses)” নিয়ে
কিছু লিখলাম, আশা করি ভাল লাগবে।
সংসার খরচ কমানোর ১৩ উপায় |
সংসারে খরচ কমানোর ১৩ উপায়(13 Ways to Reduce Household Expenses)
১. ঋণ পরিশোধ করুন : আপনার প্রয়োজনে কখনো কারো কাছ থেকে ঋণ করলে মাসের বেতন পাওয়ার সাথে সাথে আগে সেই ঋণ পরিশোধ করে ফেলুন। সেই সাথে ঋণ পরিশোধ করতে হবে এই মানসিকতা আগে থেকেই প্রস্তুত রাখুন। কারণ ঋণ আপনাকে আরো ঋণী করে তুলবে।
ইসলামিক, মানসম্মত, শিক্ষণীয় ও রোমান্টিক গল্প উপন্যাস পড়ুন এখানে
পড়তে পারেন : কাজুবাদামের স্বাস্থ্য উপকারিতা ও অপকারিতা
২. প্রতিদিন জমানোর অভ্যেস করুন : সংসারের খরচ কমাতে (reduce household expenses) বাড়িতে/বাসাতে মাটির কিংবা প্লাস্টিকের রঙিন সুন্দর ব্যাংক রাখুন। সেই ব্যাংকে প্রতিদিনের খুচরা পয়সা, নতুন টাকা অথবা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতিদিন রাখবই, এমনটা প্রতিজ্ঞা করে ফেলুন। দেখবেন সংসারের খরচ কমার সাথে সাথে আপনার বেশ সঞ্চয় হবে।
৩. ব্যাংক অ্যাকাউন্ট কমান : আমাদের অনেকেরই অভ্যেস আছে একাধিক ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট করে রাখার। আবার অনেকেই একই ব্যাংকে কয়েক প্রকারের হিসেব খুলে রাখি, যেমন : সেভিংস, কারেন্ট ইত্যাদি। বেশি অ্যাকাউন্ট থাকলে, একটি অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ হয়ে গেলে আরেকটি অ্যাকাউন্ট থেকে অনায়াসে খরচ শুরু হয়ে যায়। আবার এটাও মনে হয়, এই অ্যাকাউন্টের টাকা শেষ হলে হোক আরো অ্যাকাউন্টে-তো টাকা আছেই। তাই সংসারের খরচ কমাতে (reduce household expenses) অবশ্যই শখের অ্যাকাউন্ট বন্ধ করে ফেলতে হবে।
৪. বড় নোট নিয়ে বাইরে বের হন : বাইরে বের হওয়ার আগে আপনার মানিব্যাগে বা পকেটে বড় নোট নিয়ে বের হন এবং প্রয়োজনের তুলনায় বেশি অর্থ নিয়ে বের হবেন না। তাহলে ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ করা থেকে আপনি মুক্ত থাকবেন। কিছু সময় টাকা ভাঙানোর অভাবে বিকল্প চিন্তা মাথায় চলে আসবে; যেমন : অল্প সময়ের রাস্তা যেতে যানবাহনের বদলে পায়ে হেঁটে অথবা অল্প দামের জিনিস খুচরা টাকা না থাকার অভাবে কেনা থেকে বিরত থাকা ইত্যাদি।
৫. একা একা কেনাকাটার অভ্যেস গড়ুন : কোনো উৎসব বা প্রয়োজনের সময় শপিং করতে একা একা যান। আপনি খেয়াল করে দেখবেন, কারো সাথে গেলে নিজের পছন্দে কেনার পরও পাশে থাকা মানুষটার পছন্দের সেটাও কেনা হয়ে যায়। আবার নিজের বাজেটের তুলনায় অনেক বেশি বাজেটের জিনিস কেনা হয়ে যাচ্ছে পাশে থাকা ব্যক্তির কারণে অথবা, সে যা কিনছে তার দেখাদেখি আপনিও কিনে ফেলছেন, যদিও সেই জিনিসটা এই মূহুর্তে একদমই প্রয়োজন ছাড়া।
ইসলামিক, মানসম্মত, শিক্ষণীয় ও রোমান্টিক গল্প উপন্যাস পড়ুন এখানে
৬. নতুন টাকা কাছে রাখুন : পুরাতন টাকা আগে আগে খরচ করার অভ্যেস গড়ুন, কাছে রাখুন নতুন টাকা। তাহলে আপনার সংসারের খরচ কমে যাবে (reduce household expenses)। কারণ, নতুন টাকাতে আলাদা একটা মায়া থাকে এবং কেউ খুব প্রয়োজন ছাড়া নতুন টাকা খরচ করতে চায় না। তাই সংসারের খরচ কমাতে নতুন টাকা নিয়ে বের হন।
৭. কেনার আগে ভাবুন : আপনি যেটা কিনতে চাচ্ছেন, সেটা কি এই মুহুর্তে প্রয়োজন? প্রয়োজন হলে কতটা জরুরি, কিছুদিন পরে কিনলে চলবে কি না, এসব ভেবে বর্তমানে প্রয়োজন এমন কিছু কেনার অভ্যেস গড়ুন। আমাদের অনেকেরই অভ্যেস আছে, চলতে ফিরতে কিছু পছন্দ হলেই কিনে ফেলি। এই অভ্যেস ত্যাগ করুন।
৮. কেনাকাটা করতে যাবার আগে লিস্ট করুন : সংসারের খরচ কমাতে (reduce household expenses) কি কি কিনতে হবে এমন জিনিসগুলো বাসায় লিস্ট করুন এবং পণ্যের পাশে সম্ভাব্য দাম লিখুন (দাম যেন প্রকৃত মূল্যের চেয়ে কম না হয়), এবার আপনি রিভিশন দিন ও মোট দাম যোগ করে ফেলুন। দেখবেন অটোমেটিকভাবে কিছু পণ্য ছেঁটে ফেলেছেন, যেটা এই মূহুর্তে না হলেও চলবে।
৯. মাসের খরচ হিসেব করুন : ডায়েরিতে মাসিক খরচ হিসেব করার অভ্যেস গড়ুন। প্রতিদিন যেখানে যত খরচ করছেন, তার সবটা টুকে রাখুন এবং মাস শেষে চোখ বুলান, দেখবেন অপ্রয়োজনীয় কিছু খরচ চোখে পড়বে। সামনে মাসে ঐই জাতীয় খরচ এড়িয়ে চলতে পারবেন সহজেই এবং আপনার সংসারের খরচ কমে যাবে (reduce household expenses)
পড়তে পারেন : কাজুবাদামের স্বাস্থ্য উপকারিতা ও অপকারিতা
ইসলামিক, মানসম্মত, শিক্ষণীয় ও রোমান্টিক গল্প উপন্যাস পড়ুন এখানে
১০. বাইরে যাওয়ার প্রবণতা কমান : সংসারের খরচ কমাতে (reduce household expenses) কারণে অকারণে বাইরে যাওয়ার অভ্যেস কমিয়ে দিন এবং আস্তে আস্তে বাদ দিয়ে ফেলুন। বাইরে গেলেই নানান কিছু চোখে পড়ে এবং সেটাতে আকৃষ্ট হয়ে প্রয়োজন ছাড়াও কিছু কিনে ফেলা হয়ে যায়। তাছাড়াও নতুন কোনো হোটেল রোস্তোরা চোখে পড়লে খেতে মন চায় এবং সে খাবার বাসা বাড়ির জন্য আনা হয়ে যায়। অথচ বাইরে না বের হলে এই খরচ করতে হতো না।
১১. ব্র্যান্ডিং অভ্যেস ত্যাগ করুন : নিজের ভাব বজায় রাখতে যেয়ে বিনা কারণে ব্র্যান্ডিং পণ্য কেনা থেকে বিরত থাকুন। আপনি খেয়াল করে দেখেন ব্র্যান্ডিং কোম্পানির গেটআপ মেকআপের মূল্য পরিশোধ করতে আপনার পকেট থেকে কত পরিমাণ টাকা নষ্ট হচ্ছে। তাই নিজেকে রুচিশীল রাখতে ও সংসারের অযথা ব্যয় কমাতে মানসিকতা বদলান।
১২. ছাড় পণ্য কিনুন : বিভিন্ন সময়ে বিশেষ করে কোনো উৎসবের সময় অনেক কোম্পানি তাদের পণ্যের নগদ মূল্য বা অন্য উপায়ে ছাড় দিয়ে থাকে। সে সময় পণ্য কেনার অভ্যেস গড়ুন। ঐ ধরনের প্রয়োজনীয় পণ্য বেশি করে কিনে রাখুন। অনেক টাকা সেভ করতে পারবেন এবং অঅপনার সংসারের খরচ কমে যাবে (reduce household expenses)
১৩. বিদ্যুৎ পানি গ্যাসের অবচয় কমান : বাসার বিদ্যুৎ গ্যাস পানি ব্যবহার সঠিকভাবে করেন। দরকার না হলে বিদ্যুৎ সুইচ বন্ধ রাখুন, বিনা কারণে পানির ট্যাপ ছেড়ে রাখবেন না, ট্যাপ নষ্ট হয়ে পানি পড়তে থাকলে সাথে সাথে বদলিয়ে ফেলুন এবং রান্না শেষে গ্যাসের চূলা বন্ধ রাখুন, চূলা জ্বালিয়ে কাপড়-চোপড় শুকাবেন না। এতে আপনার সংসারের খরচ কমাসহ দেশের মূল্যবাণ সম্পদ বাঁচবে; ফলে পরবর্তী প্রজন্ম এসবের সুবিধা ভোগ করতে পারবে।
ইসলামিক, মানসম্মত, শিক্ষণীয় ও রোমান্টিক গল্প উপন্যাস পড়ুন এখানে
।।। ভাল থাকুন, সবাইকে ভাল রাখুন, পরামর্শ লিখুন কমেন্ট বক্সে ।।।
আশা করছি “সংসারে খরচ কমানোর ১৩ উপায় (13 Ways to Reduce Household Expenses)” আপনাদের
ভাল লেগেছে।
ভাল লাগলে-
অন্যকে
জানাতে শেয়ার করুন।
খুবই
ধন্যবাদ “সবার জন্য ব্লগ” –এর সাথে থাকার জন্য।
0 মন্তব্যসমূহ
Always stay connected with SOBAR JONNO BLOG
সবসময় যুক্ত থাকুন সবার জন্য ব্লগের সাথে।