![]() |
গরম পানির বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা |
গরম পানির বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা । The Wonderful Health Benefits of Hot Water
নিশ্চয় পূর্বের মতই সূস্থ্য ও সুন্দর আছেন সবাইকে নিয়ে। পানি নিয়ে ২য় পর্ব “গরম পানির বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা । The wonderful health benefits of hot water” লিখছি। পূর্বেই জেনেছেন, “বিশুদ্ধ পানির অপর নাম জীবন । Another name for pure water is life (পড়ে নিতে পারেন)”। এ পর্বে গরম পানের আশ্চর্যজনক বা বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা নিয়ে লিখব।
ঠান্ডা পানির ক্ষতি ও ক্ষতির কারণ :
গরম পানি (Hot Water) থেরাপী যে সকল স্বাস্থ্য সমস্যা নিশ্চিতভাবে যুক্তি সঙ্গত সময়ের মধ্যে নিরাময় করে :
- ০৩ দিনের মধ্যে মাথা ব্যথা ও মাইগ্রেন সমস্যা।
- ১০ দিনের মধ্যে নাক কান ও গলার সমস্যা।
- ১০ দিনের মধ্যে জরায়ুর রোগ জাতীয় সমস্যা।
- ১০ দিনের মধ্যে পেট ও পেটের ক্ষুধামন্দা জাতীয় সমস্যা।
- ১৫ দিনের মধ্যে মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যা।
- ৩০ দিনের মধ্যে হৃদরোগ জাতীয় সমস্যা।
- ৩০ দিনের মধ্যে ডায়াবেটিকস সমস্যা।
- ৩০ দিনের মধ্যে উচ্চ রক্তচাপ সমস্যা।
- ০৪ মাসের মধ্যে হাঁপানী সমস্যা।
- ০৪ মাসের মধ্যে কোলেস্টরেল সমস্যা।
- ০৬ মাসের মধ্যে শিররা সমস্যা।
- ০৯ মাসের মধ্যে পক্ষাঘাত ও মৃগী রোগের সমস্যা।
- ০৯ মাসের মধ্যে সবধরণের ক্যান্সার সমস্যায় কার্যকরী ভূমিকা রাখে।
আসুন জানি গরম পানির (Hot Water) যত উপকারিতা :
১। কোষ্ঠকাঠিন্য দূর করে গরম পানি (hot water) :
কোষ্ঠকাঠিন্য দূর করতে গরম পানি (hot water) খুবই কার্যকর। পেট পরিষ্কার করে গরম পানি (hot water)। সেই সাথে শরীরের পানি স্বল্পতা দূর করে। আর পানি সল্পতা না থাকলে শরীরে কোষ্ঠকাঠিন্য থাকবে না এটাই স্বাভাবিক।
২। মাথা ব্যথা ও শরীরের ক্লান্তি দূর করে গরম পানি (hot water) :
মাথা ব্যথা বা স্ট্রেস কমাতে সাহায্য করে গরম পানি (hot water)। শরীরের যে কোনো ধরনের ব্যথা নিরাময় করে। সারাদিন কাজের ক্লান্তি থেকে মুক্তি পেতে এক গ্লাস গরম পানি (hot water) খান, অবসাদ দূর হয়ে যাবে।
৩। মেয়েদের ঋতুকালিন সময়ে কার্যকরী গরম পানি (hot water) :
অনেকের মাসিককালিন সময়ে প্রচন্ড ব্যথায় ভূগতে থাকে। এ সময়ে মেনস্ট্রয়াল ক্র্যাম্পের প্রকোপ কমাতে গরম পানির (hot water) বিকল্প নেই। গরম পানি (hot water) পান করলে ঋতুকালিন সময়ে অ্যাবডোমিনাল মাসলের ক্ষমতা বৃদ্ধি পায় ফলে ব্যথা অনুভূত কম হয়। এছাড়াও গরম পানির স্যাক তলপেটে নিলে উপকার হয়।
৪। খুশকির প্রকোপ কমাতে গরম পানি (hot water) :
আপনি নিয়মিত গরম পানি (hot water) পান করুন, আর সপ্তাহে ২-৩ দিন গোসলের সময় হালকা গরম পানিতে মাথা ভিজিয়ে শ্যাম্পু করে নিন, দেখবেন খুশকির যন্ত্রণা থাকবে না। গরম পানি (hot water) পান করলে স্কাল্পের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসে ফলে খুশকি কম হয়।
৫। ত্বকের যত্নে গরম পানি (hot water) :
আপনি সারাদিনে অল্প অল্প করে মাঝে মাঝে গরম পানি (hot water) পান করুন, সেটা হতে হবে নিয়মিত। তাহলে আপনার ত্বকের টোন ঠিক থাকবে। গরম পানি (hot water) ত্বকের লোপকূপ পরিষ্কার রাখে ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।
তাছাড়া গরম পানি (hot water) শরীরের প্রয়োজনীয় পানির ঘাটতি পূরণ করে, সেজন্য ত্বকের সমস্যা হওয়ার সম্ভবনা থাকে না।
৬। বয়সের ছাপ রোধ করে গরম পানি (hot water) :
গরম পানি (hot water) স্কিন সেলের ক্ষত সারাতে ওস্তাদ এবং ত্বক টানটান থাকে। বয়সের ভারে যেসব বলিরেখা পড়ে, সেগুলো পড়তে রোধ করে গরম পানি। এজন্য নারী পুরুষ উভয়েরই বয়সের ছাপ পড়তে বাধা দেয় গরম পানি (hot water)।
৭। চুলের যত্নে গরম পানি (hot water) :
গরম পানি (hot water) খেলে হেয়ার সেল এর কর্মক্ষমতা বৃদ্ধি পায়, ফলে হেয়ার ফল কমে। সেই সাথে চুলে সৌন্দর্য্য বৃদ্ধি পায় খুব অল্প সময়ে।
৮। শরীরের ওজন বৃদ্ধিতে বাধা দেয় গরম পানি (hot water) :
নিয়মিত গরম পানি (hot water) পান করলে পাকস্থলির হজম ক্ষমতা বৃদ্ধি পায়, সহজে খাদ্য হজম হয়। সে কারণে শরীরে অতিরিক্ত মেদ জমতে পারে না। এছাড়াও নিয়মিত গরম পানি (hot water) পান করলে আপনি ঘামবেন, এই ঘামার ফলে ধীরে ধীরে আপনার শরীরের মেদ ঝড়তে থাকবে।
৯। গাঁটের ব্যথা কমায় গরম পানি (hot water) :
যারা শরীরের সংযোগ স্থলের অর্থ্যাৎ গাঁটের ব্যথায় অস্থির, বিশেষ করে বেশি বয়সের মানুষেরা, আপনারা প্রতিদিন নিয়ম করে গরম পানি (hot water) পান করুন, ভাল উপকার পাবেন। কারণ এটা প্রমাণিত যে, গরম পানি (hot water) শরীরের টক্সিন তাড়াতে কার্যকরী, তাই ব্যথাতে দ্রুত উপশম অনুভূত হয়।
এছাড়াও গরম পানি (hot water) নানাবিধ শারীরিক উপকারিতা বিদ্যমান। আপনি যদি নিয়মিত অভ্যস্ত হয়ে পড়েন, তবে আপনি নিজেই তার প্রমাণ হয়ে উঠবেন। তবে মনে রাখবেন কয়েকদিন খেলে হয়তো একদমই সামান্য উপকার হতে পারে কিন্তু নিরাময় হবে না।
সব ধরনের স্বাস্থ্যটিপ্স ও লাইফস্টাইল নিয়ে তথ্য জানতে ক্লিক করুন
আশা করছি, “গরম পানির বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা । The wonderful health benefits of hot water” লেখাটি কিছু তথ্য দিতে পেরেছে।
“ সবার জন্য ব্লগ ” -এর সাথে থাকার জন্য ধন্যবাদ
পরামর্শ লিখুন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
পড়ুন- “বিশুদ্ধ পানির অপর নাম জীবন । Another name for pure water is life”
লেখক : মসনদ সাগর-
শিক্ষক, মাস্টার ট্রেইনার, লেখক ও ফ্রিল্যান্সার,
by- sobar jonno blog –সবার জন্য ব্লগ ।।।
0 মন্তব্যসমূহ
Always stay connected with SOBAR JONNO BLOG
সবসময় যুক্ত থাকুন সবার জন্য ব্লগের সাথে।