ডাটা এন্ট্রি জব কি ? ডাটা এন্ট্রি জব সাইট পরিচিতি । What is a data entry job? Best data entry jobs site

ব্যসিক অভিজ্ঞতা দিয়ে ঘরে বসে হাজার হাজার ডলার  আয় করার সহজ উপায় ডাটা এন্ট্রি জব। প্রয়োজন শুধু আপনার পরিচ্ছন্ন রুচি এবং তথ্য বোঝার জ্ঞান বা ক্ষমতা। সেক্ষেত্রে নির্ভুল বানান জানা ও ইংরেজিতে মোটামুটি পারদর্শী হতে হবে
 
ডাটা এন্ট্রি জব কি, ডাটা এন্ট্রি জব সাইট পরিচিতি, আউটসোর্সিং জব, ফ্রিল্যান্সিং জব, আউটসোর্সিং মার্কেটপ্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, শাহিন ডট কম বিড, বিশ্বের জনপ্রিয় মার্কেটপ্লেস
ডাটা এন্ট্রি জব


ডাটা এন্ট্রি জব কি ? ডাটা এন্ট্রি জব সাইট পরিচিতি । What is a data entry job? Best data entry jobs site: 

বর্তমান সময়ে আউটসোর্সিং-এ সবচেয়ে বেশি চাহিদা ডাটা এন্ট্রি জবের। আউটসোর্সিং-এ অন্যান্য জবের তুলনায় এটি সহজ বিধায় এই কাজের জন্য সর্বোচ্চ সার্চ হয়ে থাকে, এবং বিড পড়ে থাকে। তবে, পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম হয়ে থাকে। সাবধানতা অবলম্বন না করলে, ভুলের কারনে পারিশ্রমিক কর্তন বা পুরোটাই বাতিল হওয়ার ঝুঁকিও রয়েছে। কারো একটা কম্পিউটার বা ল্যাপটপ (অবশ্য কেউ কেউ মোবাইলেও টাইপ করে থাকে, তবে সেটা জটিল) থাকলে আর মোটামুটি টাইপ জানলেই, সে নিজেকে ডাটা এন্ট্রি জবের প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য মনে করে এবং বিভিন্ন আউটসোর্সিং মার্কেটপ্লেস-এ একাউন্ট খুলে আবেদন করতে থাকে। এই আবেদন করাকে বিড বলা হয়। তবে এখানেই আমরা খুব বেশি ভুল করে থাকি। কথায় বলে, ‘অল্পবিদ্যা ভয়ংকরী’ নামমাত্র কিছু জেনে কোন কাজে হাত দিলে প্রাথমিকভাবে কিছু সফলতা বা আয় আসলেও খুব দ্রুতই সেটা মুখ থুবড়ে পড়ে এবং দিনশেষে ঐই ব্যক্তি হতাশ হয়। তাই যে কোন কাজের জন্য আপনি নিজেকে আগে প্রস্তুত করে নিন ভালভাবে, সে কাজের গভীরে পৌঁছে গভীরতা পরিমাপ করে নিন। আপনি শিখে কাজ পেতে দেরি হলেও সেটা আপনার জীবনের স্থায়ী হয়ে থাকবে। শেখার পরে আপনি ঘরে বসে ডাটা এন্ট্রি জব থেকে অনায়াসে মাসে ৩০০০০-৫০০০০ টাকা বা তার বেশি আয় করতে পারবেন।
আউটসোর্সিং-এ অন্যান্য জবের তুলনায় এটি সহজ বিধায় এই কাজের জন্য সর্বোচ্চ সার্চ হয়ে থাকে, এবং বিড পড়ে থাকে। তবে, পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম হয়ে থাকে। সাবধানতা অবলম্বন না করলে, ভুলের কারনে পারিশ্রমিক কর্তন বা পুরোটাই বাতিল হওয়ার ঝুঁকিও রয়েছে। কারো একটা কম্পিউটার বা ল্যাপটপ (অবশ্য কেউ কেউ মোবাইলেও টাইপ করে থাকে, তবে সেটা জটিল) থাকলে আর মোটামুটি টাইপ জানলেই, সে নিজেকে ডাটা এন্ট্রি জবের প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য মনে করে এবং বিভিন্ন আউটসোর্সিং মার্কেটপ্লেস-এ একাউন্ট খুলে আবেদন করতে থাকে। এই আবেদন করাকে বিড বলা হয়। তবে এখানেই আমরা খুব বেশি ভুল করে থাকি। কথায় বলে, ‘অল্পবিদ্যা ভয়ংকরী’ নামমাত্র কিছু জেনে কোন কাজে হাত দিলে প্রাথমিকভাবে কিছু সফলতা বা আয় আসলেও খুব দ্রুতই সেটা মুখ থুবড়ে পড়ে এবং দিনশেষে ঐই ব্যক্তি হতাশ হয়। তাই যে কোন কাজের জন্য আপনি নিজেকে আগে প্রস্তুত করে নিন ভালভাবে, সে কাজের গভীরে পৌঁছে গভীরতা পরিমাপ করে নিন। আপনি শিখে কাজ পেতে দেরি হলেও সেটা আপনার জীবনের স্থায়ী হয়ে থাকবে। শেখার পরে আপনি ঘরে বসে ডাটা এন্ট্রি জব থেকে অনায়াসে মাসে ৩০০০০-৫০০০০ টাকা বা তার বেশি আয় করতে পারবেন।

পরামর্শ থাকবে, যে কোন কাজ করতে চাইলে আপনি নির্ভুলভাবে শিখে নিন। এখন জেনে নিন ডাটা এন্ট্রি জব পেতে কি কি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বা কি কি কাজের দক্ষতা থাকতে হবে। সে বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আলোচনায়।

 প্রথমেই জেনে নিই Data কি ?  What is Data?

ডাটা হচ্ছে যে কোনো কাজের সহায়ক ভূমিকা পালনকারী তথ্যসেটা হাতে লিখা হোক বা কম্পিউটারে টাইপ হোক।  কোন কাজের ক্ষেত্রকে উপযুক্ত করে তুলতে মৌখিক বা লিখিত যৌক্তিক তথ্যই হলো ডাটা যেমন : আপনি কোনো চাকুরির জন্য আবেদন করবেন, সেই আবেদনে যা যা তথ্য দিতে হবে বা যা দেওয়া বাধ্যতামূলক তাই ডাটাপরিষ্কার কথায় আপনি যদি সেই চাকুরির জন্য উপযুক্ততা অর্জন করতে চান তাহলে এই আবেদন ফর্মে তাদের চাহিদা ডাটা বা তথ্য ইনক্লুড করতে হবে  

 এবার জানবো, Data Entry Job কি ?  What is Data Entry Job ?


আউটসোর্সিং-এর বিভিন্ন জবের মধ্যে ডাটা এন্ট্রি জব অন্যতম এবং জনপ্রিয়। প্রায় সব মার্কেটপ্লেসেই ডাটা এন্ট্রি জব পাওয়া যায়। এবং অন্যান্য জবের তুলনায় এটি বেশি পাওয়া যায়। অর্থ্যাৎ বিভিন্ন জবের মধ্যে ডাটা এন্ট্রি’র জন্য যে বিড করা যায়, তাই ডাটা এন্ট্রি জব।

আপনি পড়ছেন- ডাটা এন্ট্রি জব কি ? ডাটা এন্ট্রি জব সাইট পরিচিতি । What is a data entry job? Best data entry jobs site 

এখন জানুন ডাটা এন্ট্রি জবের জন্য আপনার যোগ্যতা বা প্রয়োজন :

শুরুতেই বলছিলাম, অল্প শিখে শুরু করবেন না। আগে সম্পূর্ণ কাজ সম্বন্ধে জানুন, নিজেকে তৈরি করুন তারপর আমার লিখার অন্যান্য বিষয় মেনে শুরু করুন। সাফল্য অনিবার্য। ঘরে বসে কাজ করার জন্য অবশ্যই প্রথমে আপনার দ্রুত এবং নির্ভুলভাবে টাইপ করার দক্ষতা থাকা প্রয়োজন। বানান ভুল করা মোটেই চলবে না। প্রায় সব বায়ার-ই আপনি যতগুলি সঠিক শব্দ টাইপ করবেন তার উপর ভিত্তি করেই পেমেন্ট দিয়ে থাকে। ধরনের কাজের জন্য আপনাকে আরো বেশ কিছু বিষয়ের প্রতি নজর দিতে হবে। সেগুলো হল:

আউটসোর্সিং, শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্যকথা ও গল্প উপন্যাস পড়তে 
  • আপনাকে অবশ্যই অল্প সময়ে দ্রুত গতিতে নির্ভুল শব্দ টাইপ করার মত দক্ষতা থাকতে হবে
  •  আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ সাপেক্ষে একটি জীবন বৃত্তান্ত তৈরী থাকতে হবে
  •  কম্পিউটার এবং অফিস অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার পরিচালনায় ভাল ধারণা থাকতে হবে
  •  অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই ডাটা লিপিবদ্ধ ও সংরক্ষণ করার দক্ষতা থাকতে হবে।
  • ওয়ার্ড প্রসেসিং, ডাটাবেজ, প্রেজেন্টেশন ভিত্তিক বিভিন্ন সফ্টওয়্যার পরিচালনায় মোটামুটি ধারণা থাকতে হবে
  • দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সহ একটি ভাল মানের কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে
  • ফটোসপ বা পেইন্টিং এর উপর প্রাথমিক ধারনা থাকতে হবে।
  • ব্যক্তিগত বা বানিজ্যিক যোগাযোগের ফোন নম্বর থাকতে হবে

 ডাটা এন্ট্রি জব পাওয়া যায় এমন কয়েকটি মার্কেটপ্লেস-এর পরিচয় নিচে :


ডাটা এন্ট্রি জব সাইট পরিচিতি । Best data entry jobs site

১. Shine.com
ডাটা এন্ট্রি জব কি, ডাটা এন্ট্রি জব সাইট পরিচিতি, আউটসোর্সিং জব, ফ্রিল্যান্সিং জব, আউটসোর্সিং মার্কেটপ্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, শাহিন ডট কম বিড, বিশ্বের জনপ্রিয় মার্কেটপ্লেস
ডাটা এন্ট্রি জব

 এই সাইটটি শুধুমাত্র ডাটা এন্ট্রির কাজ দিয়ে থাকে। ফ্রিল্যান্সারদের জন্য সরাসরি বায়ারের অফিসে কিংবা ঘরে বসে কাজ করার সুযোগ দিয়ে থাকে। ফুলটাইম ও পার্টটাইম সব ধরনের কাজ এখানে পাওয়া যায়। আপনার যদি যোগ্যতা থাকে তবে, একাউন্ট খোলার পর পরিপূর্ণ বায়োডাটা আপলোড করে রাখবেন। এই সাইটটি নিয়মিত আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে চাকুরির আপডেট দিয়ে থাকে। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের প্রায় সব দেশের জন্য কাজ পাওয়া যায়। ঘন্টা প্রতি ৩-১০ ডলারের কাজ পাওয়া যায়। অন্যান্য মার্কেটপ্লেসগুলোর মতই নিরাপদে আপনার অর্থ ট্রান্সফার করতে পারবেন।
 ২. Upwork

ডাটা এন্ট্রি জব কি, ডাটা এন্ট্রি জব সাইট পরিচিতি, আউটসোর্সিং জব, ফ্রিল্যান্সিং জব, আউটসোর্সিং মার্কেটপ্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, শাহিন ডট কম বিড, বিশ্বের জনপ্রিয় মার্কেটপ্লেস
ডাটা এন্ট্রি জব

এই মার্কেটপ্লেস সম্বন্ধে সবারই জানা। আউটসোর্সিং জবের জন্য বিশ্বের প্রথম সারির একটি মার্কেটপ্লেস। প্রতিদিন প্রচুর জব সাবমিট হয় এখানে। তাই এখানে অ্যাকাউন্ট খুলুন আপনার প্রোফাইল তৈরী করে প্রয়োজনীয় স্কিল টেস্ট দিয়ে বিভিন্ন ডাটা এন্ট্রির কাজে বিড করতে শুরু করুন কায়েন্টের নেয়া ইন্টারভিউ বিডের মাধ্যমে কাজটি পেয়ে গেলে আপনি প্রতি ঘন্টা ভিত্তিতে ঘরে বসেই কাজ করতে পারবেনপ্রতি ঘন্টায় আপনি কত পারিশ্রমিকে কাজ করবেন আলোচনার মাধ্যমে আপনাকেই নির্ধারণ করে দিতে হবে। আপনার পারশ্রমিক, আপনার দক্ষতা এবং ক্লায়েন্টের চাহিদা এই তিনটি জিনিস মিলে গেলেই কাজটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশিএই সাইট থেকে নিরাপদে কয়েকটি মাধ্যমে আপনার টাকা নিজের কাছে নিয়ে আসতে পারবেন।
৩. Fiverr

ডাটা এন্ট্রি জব কি, ডাটা এন্ট্রি জব সাইট পরিচিতি, আউটসোর্সিং জব, ফ্রিল্যান্সিং জব, আউটসোর্সিং মার্কেটপ্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, শাহিন ডট কম বিড, বিশ্বের জনপ্রিয় মার্কেটপ্লেস
ডাটা এন্ট্রি জব

এই মার্কেটপ্লেসটিও ডাটা এন্ট্রি কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলির মধ্যে অন্যতম। এখানে আপনি ডাটা এন্ট্রি, রাইটিং, ট্রান্সলেশনসহ প্রায় সব ধরনের কাজের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন এখানে কাজ পেতে কোন বিড করতে হবে না ফাইবারে আপনি কাজের জন্য যে বিজ্ঞাপন পোস্ট করবেন তাকে গিগ বলা হয়, যার প্রতি গিগের মূল্য আপনি নিজেই নির্ধারণ করে দিবেন। একটি গিগ-কে ৩ ধরনের ক্যাটাগরিতে বিজ্ঞাপন হিসেবে প্রদর্শন করা যায়। এখান থেকেও আপনার উপার্জিত অর্থ নিরাপদে নিজের করে নিতে পারবেন। 
 উপরের আলোচনা থেকে আমরা যোগ্যতা ও সুবিধা’র কথা বিস্তারিত জানতে পারলাম, এখন ডাটা এন্ট্রি কাজের কিছু অসুবিধা পড়ে নেওয়া যাক :

আপনি পড়ছেন- ডাটা এন্ট্রি জব কি ? ডাটা এন্ট্রি জব সাইট পরিচিতি । What is a data entry job? Best data entry jobs site

  • এই কাজটি আউটসোর্সিং জবের মধ্যে তুলনামূলকভাবে সহজ তাই এই কাজের জন্য অনেক বেশি আবেদন বা বিড পড়ে, ফলে প্রথম অবস্থায় কাজ পাওয়া বেশ কঠিন হয়। 
  • কাজে আপনার মেধা বা দক্ষতা প্রমাণের প্রাথমিকভাবে কোন সুযোগ নেই তবে ছোটবড় কয়েকটা কাজ সফলভাবে সম্পন্ন করতে পারলে একই বায়ারের কাছ থেকে আরো অনেক কাজ পাওয়ার সম্ভাবনা থাকে।
  • অনেক ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়, যা একার পক্ষে বেঁধে দেওয়া সময়ে শেষ করা সম্ভব হয় না, ফলে কাজ জানে এমন কয়েকজনকে নিয়ে টিম গঠন করার প্রয়োজন পড়তে পড়ে। সেক্ষেত্রে লোক খুঁজে পাওয়া অনেক সময় সম্ভব হয় না।
  •  ডাটা এন্ট্রির কাজ খুবই সতর্কতার সাথে এবং নির্ভুলভাবে করতে হয়। তাই শতভাগ নির্ভুল টাইপিং এবং কাজের সময় পূর্ণ মনযোগ রাখতে হয়। এ কাজে সময়ও বেশি প্রয়োজন হয় ফলে অনেক সময় এটা-তে বিরক্তিবোধ এবং একঘেয়েমিতা চলে আসে।
  • ডাটা এন্ট্রি কাজের জন্য ইন্টারনেট স্পীড খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব কাজে ফাইল আপলোড করতে হয় অথবা যে কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, সেক্ষেত্রে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের প্রয়োজন রয়েছে
 আশার বিষয়, ডাটা এন্ট্রি জবের  (data entry job) জন্য যে-সব যোগ্যতা বা দক্ষতা প্রয়োজন, সেসব যোগ্যতা বা দক্ষতা খুব কম সময়ে অর্জন করা সম্ভব। পাশাপাশি ধরনের কাজের জন্য ব্যবহৃত কম্পিউটার বা ল্যাপটপ খুব দামী হতে হয় না।

ডাটা এন্ট্রি জব (data entry job) -এর বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন:



   মসনদ সাগর   Moshnod Sagor   
Sobar Jonno Blog  সবার জন্য ব্লগ 


লিখেছেন : মসনদ সাগর 
শিক্ষক, লেখক ও ফ্রিল্যান্সার

by- সবার জন্য ব্লগ(Sobar Jonno Blog) 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ