সোহাগ করা তারই সাজে শাসন করে যে -১ম খন্ড । Governance and affection for man or child -Part 1


শাসন করে সন্তান মানুষ করুন, সেই সন্তান যেখানেই যাক আর যেখানেই থাক, সব জায়গাতেই জাতিকে গঠন করার কাজে থাকবে, আপনার নামও বৃদ্ধি পাবে। গর্বিত হবে দেশ ও সমাজ। জন্ম নেবে না মিন্নি, ঐশ্বীদের মতো নারীরা। দেখবেন ঘরে ফিরলে মা দাদীদের মতো স্ত্রী’ও স্বামীর সেবায় ব্রত হয়ে উঠবে, এগিয়ে দেবে ঘাম মোছার তোয়ালে, মুছে দেবে নিজের আঁচলে স্বামীর মুখ, ভুলিয়ে দেবে যত কর্মক্লান্ত- আদর সোহাগ ও ভালবাসা দিয়ে

সোহাগ করা তারই সাজে শাসন করে যে’ Governance and affection for man or child...২য় খন্ড পড়ুন এখানে  

ইসলামিক ও শিক্ষামূলক গল্প উপন্যাস পড়ুন এখানে

সোহাগ করা তারই সাজে শাসন করে যে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, বাস্তবভিত্তিক সামাজিক ছোট গল্প, সন্তান মানুষ করার সু-কোৗশল, সন্তানকে সু-সন্তান করে গড়ে তোলার উপায়
সোহাগ করা তারই সাজে শাসন করে যে

-- সোহাগ করা তারই সাজে শাসন করে যে -- Governance and affection for man or child

 (ওোর শরীরে আঘাত করা-তো দূরে থাক্, কোনোদিন একটা ফুলের টোকাও লাগতে দিইনি। হ্যাঁ, সম্মানিত পাঠক ও জ্ঞানীজন, ইদানিককালে বহুল ব্যবহৃত এই বাক্য দু’টির কারনেই মূলতঃ আমার নিবন্ধের শিরোনাম এমন`সোহাগ করা তারই সাজে শাসন করে যে' Governance and affection for man or child)

*** মূল লেখা শুরুর আগে আর একটু বলি- আবেগ নয়, যুক্তিসঙ্গত বিবেক দিয়ে জানুন এবং মানুন, কারন আবেগের জোয়ার যখন আসে, তখন সব ভাসিয়ে দেয়, মনে হয় এই বুঝি স্বর্গ; কিন্তু যখন আবেগের জোয়ারে ভাটা পড়ে তখন সব কেড়ে নিয়ে যায় ***

    নিশ্চয় শিখে আসছেন, পড়ে আসছেন এবং এখনও সন্তান বা নাতী নাতনী-দের পড়াচ্ছেন, শাসন করা তারই সাজে সোহাগ করে যে.....। কিন্তু, আমি পাগল নতুন করে বলে বসছি, সোহাগ করা তারই সাজে, শাসন করে যে Governance and affection for man or child.... তাইতো? ওকে, মেনে নিলাম আমি পাগল। কিন্তু মশাই, পুরোটা পড়া শেষে এই বাক্যগুলো অন্ততঃ একবার মনে করবেন- “পাগল পাগল এই দুনিয়ায়/পাগলের যত কারখানা.... হিসেব করলে সবাই পাগল/আমি পাগল একলা না.....। তাছাড়া আমি একটু অন্য টাইপের, ঠিক আপনার-ই মতো, এই ধরুন, কেউ টাকা বা কিছু পেলে, তাকে খুঁজে বের করে তাকে সেটা না দেওয়া পর্যন্ত শান্তি পাই না, অথচ আমি কারো কাছে কিছু পেলে, তার বিন্দুমাত্র মনে থাকেনা। উল্টো যেনো ধার দিয়ে অপরাধ করেছি এমন মনে হয়। এরকম আরো নানান কিছু।

ইসলামিক ও শিক্ষামূলক গল্প উপন্যাস পড়ুন এখানে

শিরোনাম দেখে হয়তো কেউ কেউ ভাবছেন ভুল করে অথবা না জেনে লিখে ফেলেছি, সোহাগ করা তারই সাজে শাসন করে যে’ Governance and affection for man or child.....আপনার এমন ভাবনার প্রেক্ষিতে আমি কোনো প্রতিউত্তর করছি না। বরং গানে গানে সাফাই গাইছি, ’ভুল যদি হয় মধুর এমন/হোক না ভুল.....’ কিছু ভুল বেশ ভাল লাগে, যদি সেটা থেকে কিছু শিক্ষা বা জ্ঞান পাওয়া যায়। যেমন ভালবাসার পাগলামীর ভুল। জেনে শুনে হাজারো ভুল হয়, তবুও সেসব ভুল ভাল লাগারও উর্ধ্বে। আবার দেখেন, কতক ভুল জনপ্রিয়তার কারনে আপনি আমি স্বীকৃতি দিয়ে ফেলি। এই যেমন কিছু গানের উদ্ধৃতি দিয়েই বলি, ছোটবেলা থেকে শুনে আসা জনপ্রিয় একটি গান ‘নাচ ময়ূরী নাচ রে/হেলে দুলে নাচ রে’... হয়তো আপনিও জানেন, ময়ূরী কখনই নাচে না, আসলে নাচে ময়ূর। আবার আর একটি গানের কথা বলি, বর্তমানে সবার মুখে মুখে ফিরছে- ‘আঁখ ক্ষেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ’ –কি অবাক করা ভুল কথা!!! আমার ক্ষুদ্র জ্ঞান স্পষ্ট বলে, ছাগল আঁখ ক্ষেতে আরো সবচেয়ে বেশি মুক্ত, বন্দি হলে-তো খোয়াড়ে হবে আর মাছের যেখানে জন্ম সেই অবাধ বিচরণ ক্ষেত্র-কে বলা হচ্ছে ‘জলে বন্দি মাছ’ কি আজব! মাছের মূল স্বাধীনতাই-তো ঐই জলে, অবশ্যই বলতে হবে ‘জালে বন্দি মাছ’। এরকম শতশত ভুল আপনারা-তো স্বীকৃতি দিয়ে চলেছেন-ই, তাই আমারও এই ভুল শিরোনামের `সোহাগ করা তারই সাজে শাসন করে যে'  Governance and affection for man or child..... লেখাটা পড়ে দেখেন শেষ পর্যন্ত, পরে না হয় কমেন্ট বক্সে ইচ্ছেমত মন্তব্য বা পরামর্শ সেঁটে দিয়েন।

এখন আসি মূল আলোচনায়, চেষ্টা করবো আমার শিরোনাম `সোহাগ করা তারই সাজে শাসন করে যে' Governance and affection for man or child..... এর পক্ষে যুক্তি খন্ডাবার। বর্তমানে পরিবার, সমাজ, রাষ্ট্র কিংবা বহিঃরাষ্ট্র সবার আচরণ যেমন: কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, আচার ব্যবহার, কৃষ্টি কালচার, আদান প্রদান ইত্যাদি আমার এই শিরোনাম লিখতে বাধ্য করেছে। পৃথিবী যখন সূস্থ্য ছিল, আমরা যখন পরিবার, সমাজ, শিক্ষক বা রাষ্ট্র- এর কাছে শিখেছি বা বড় হয়েছি, তখন শাসনব্যবস্থায় ভালবাসা ছিল আর সেটাকে শয়তানরূপী কিছু সাধু সন্ন্যাসীরা নিজেদের ভোগ সুবিধা খুঁজতে গিয়ে চালু করে ফেলল, ভালবাসাব্যবস্থায় শাসন। ব্যস, সেই থেকে মানুষের আচরণের ব্যবস্থাও হয়ে গেল উল্টো আর নষ্ট। উল্টো আর নষ্ট ব্যবস্থা চলতে চলতে বর্তমানে এই নষ্টামী-ই হয়ে গেছে সফলতার মাপকাঠি। আর এখনকার প্রজন্ম বিশ্বাসও করে এসব। সে সময় মানুষের শাসন ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে বেশি কড়া হওয়াতে, এমন প্রবাদের জন্ম হয় যেনো শাসনের পাশাপাশি মানুষ সোহাগ করতে ভুলে না যায়। মূলতঃ একজন মানুষের পেটে জন্ম নেওয়া প্রাণিটি মানুষ হতে তখনকার শাসন ব্যবস্থা ১০০% সঠিক ছিল। আর সে কারনে তখন জন্ম নিত নামী-দামী ঈমাম, মুফাচ্ছের, সৎ রাজনীতিবীদ, লেখক, কবি, সাহিত্যিক, আদর্শবান শিক্ষক এবং বহু জ্ঞাণী ও গুণীজন। আর এখন আনাচে কানাচে জন্ম নিচ্ছে চোর, বদমাইশ, ধর্ষণকারী, বেপর্দা, উলঙ্গী আর জাহান্নামের পথ দেখানো বেহায়া নারী। যেটাকে তারা ফ্যাশন, লাইফস্টাইল বা আধুনিকতা বলে হালাল করতে চাচ্ছে। তাইতো আমার বলার চেষ্টা `সোহাগ করা তারই সাজে শাসন করে যে' Governance and affection for man or child.....

আপনি যদি বিশ্লেষণ করে দেখেন, শাসন করা তারই সাজে সোহাগ করে যে... এই আদর্শিক কথার অপব্যাখ্যা ব্যবহার করে আজ সমাজ সংসার বা রাষ্ট্র ব্যবস্থা এই নষ্ট পর্যায়ে। তাই আমি মনে করি এই অবস্থা বদলাতে হলে, আপনাকে বদলে দিতে হবে এই প্রবাদটিকে। জারি করতে হবে- `সোহাগ করা তারই সাজে শাসন করে যে' Governance and affection for man or child....। তাহলে ঘরে ঘরে আবার প্রতিষ্ঠা হবে আদর্শবান নারী/মা, আদর্শবান পিতা, আদর্শবান শিক্ষক তথা আদর্শবান মানুষ, যা দেশ এবং সমাজকে বিনির্মাণে ভূমিকা রাখবে। সংশয় বা অস্পষ্ট রয়ে যাচ্ছে, তাইতো?

ইসলামিক ও শিক্ষামূলক গল্প উপন্যাস পড়ুন এখানে

আমি নিম্নলিখিত ৩টি কারনের ব্যাখ্যা দ্বারা একদম সুস্পষ্ট করে দিব যে, কেন ‘শাসন করা তারই সাজে, সোহাগ করে যে’...... এই প্রবাদটি বদলিয়ে `সোহাগ করা তারই সাজে শাসন করে যে' Governance and affection for man or child..... এইটা করা উচিৎ বা কী ধরনের অব্যহারের কারণে প্রবাদটি আজ মমার্থ হারিয়ে ফিকে হয়ে গেছে :

·       প্রথম কারণ, পারিবারিক ব্যবস্থা দায়।

·       দ্বিতীয় কারণ, শিক্ষা ব্যবস্থার দায়।

·       তৃতীয় কারণ, বিবাহ ব্যবস্থার দায়।

 ব্যাখ্যা জানতে পড়তে থাকুন- সোহাগ করা তারই সাজে শাসন করে যে’ Governance and affection for man or child.....

সোহাগ করা তারই সাজে শাসন করে যে’ Governance and affection for man or child...২য় খন্ড পড়ুন এখানে 



লেখক : মসনদ সাগর
  শিক্ষক, লেখক, গবেষক ও ফ্রিল্যান্সার, 
  by- sobar jonno blog –সবার জন্য ব্লগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ