শ্রেণিশিক্ষকের দায়িত্ব ও কর্তব্য । responsibilities of the class teacher

একজন মেধাবী শিক্ষার্থী(স্টুডেন্ট)মানেই একজন ভাল শিক্ষক নয় “

শ্রেণিশিক্ষকের দায়িত্ব ও কর্তব্য । responsibilities of the class teacher, শ্রেণি শিক্ষকের গুণাবলি, আদর্শ শ্রেণিশিক্ষক, শ্রেণিশিক্ষক হওয়ার যোগ্যতা, আদর্শ শ্রেণি শিক্ষক এর গুণাবলি
শ্রেণিশিক্ষক

শ্রেণিশিক্ষকের দায়িত্ব ও কর্তব্য । responsibilities of the class teacher :

শ্রেণিশিক্ষক (Class Teacher)বলতে কী বোঝায় ?
            দেশের বর্তমান শিক্ষানীতি অনুযায়ী যে শিক্ষক প্রথম ক্লাসে প্রবেশ করেন, তাঁকেই শ্রেণি শিক্ষক(Class Teacher) বলা হয়। সব শিক্ষকই বিষয় শিক্ষক হওয়ার যোগ্যতা রাখলেও শ্রেণি শিক্ষক(Class Teacher) হওয়ার যোগ্যতা সবাই রাখেন না বা যোগ্যতা অর্জন করতে পারেন নাতবে এ যোগ্যতা অর্জন করতে না পারাটা দোষের কিছু নয়, কারন সবার যোগ্যতা সমান হয়না বা হওয়ার কথাও না। তবে একজন শিক্ষক ইচ্ছে করলেই কয়েকটি নিয়ম মেনে আদর্শবান শিক্ষক ও উপযুক্ত শ্রেণিশিক্ষক হয়ে উঠেতে পারবেন।(পড়ে নিন আদর্শ শিক্ষক-এরমাপকাঠি”-১ম খন্ডআদর্শশিক্ষক-এর মাপকাঠি”-২য় খন্ড) কিন্তু একজন ভাল শিক্ষকের অন্যতম প্রধান গুণ হচ্ছে একজন ভাল শ্রেণি শিক্ষক(Class Teacher)হওয়ার যোগ্যতা অর্জন করা কারণ শ্রেণি শিক্ষককে সেই শ্রেণির প্রিন্সিপাল/অভিভাবক/গুরুজন বলা হয়ে থাকে সেই কারণে শ্রেণির ভাল এবং মন্দের সমস্ত দায়ভার শ্রেণি শিক্ষকের উপর- বর্তায় তাই একজন আদর্শ শিক্ষক ও একটি সাফল্যমন্ডিত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে শ্রেণি শিক্ষকের(Class Teacher)ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

শ্রেণিশিক্ষকের দায়িত্ব ও কর্তব্য।responsibilities of the class teacher

  • একজন শ্রেণিশিক্ষক বিদ্যালয়ে এসে সর্বপ্রথম হাজিরা স্বাক্ষর করে এ্যসেম্বলি (পিটি) ক্লাস-এর জন্য তাঁর শ্রেণির সকল শিক্ষার্থীকে নিয়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলকঅনেকেই পিটি ক্লাসের গুরুত্ব সেভাবে দিতে চান। এটা সে শিক্ষকের বোঝার অথবা জানার ভুল। মনে রাখতে অন্যান্য যেকোন বিষয় ক্লাসের মতই সমান গুরুত্ব বহন করে এই এ্যসেম্বলি (পিটি) ক্লাস। এখান থেকে তৈরি হয় স্কাউট ও বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানের জন্য নেতা।
  •  যেহেতু  শ্রেণিশিক্ষকও একজন বিষয় শিক্ষক সেহেতু ক্লাসে প্রবেশের পূর্বে অবশ্যই সেদিনের বিষয় ভিত্তিক পাঠ অধ্যয়ন করে যেতে হবে অর্থ্যাৎ পূর্বপ্রস্তুতি নিয়ে যেতে হবে। সেই সাথে শিক্ষা উপকরণ যেমন : মার্কার, ডাস্টার, শিক্ষার্থী হাজিরা বহি, বেতন বহি, পরীক্ষার রুটিন, উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা ইত্যাদি মনে রাখতে হবে প্রস্তুতি বাদে ক্লাসে ঢুকে শিক্ষার্থীদেরকে দিয়ে কোনো কিছু আনানো দায়িত্বশীল শিক্ষকের গুণ না
  •  শ্রেণির সকল শিক্ষার্থী যেন বিদ্যালয় নির্ধারিত ইউনিফর্ম যেমন : পোষাক, পরিচয়পত্র, ব্যাচ ইত্যাদি নিয়মিত পরিধান করে সেদিকে সতর্ক নজর রাখবেন শ্রেণিশিক্ষক (Class Teacher)একজন শিক্ষার্থী শিক্ষাজীবনে যে সকল নিয়ম-কানুন শিখবে বা মানবে, সে সব নিয়ম-কানুন সারাজীবন তার বাস্তবিক জীবনে কাজে লাগবে এবং সে ভবিষ্যৎ প্রজন্মকে সেভাবেই গড়ে তুলতে পারবে।
  • একজন শ্রেণিশিক্ষক (Class Teacher) তাঁর দায়িত্বে থাকা শ্রেণিকক্ষটায় যেনো সঠিক শিক্ষার পরিবেশ বিদ্যমান থাকে সেদিকে নজর রাখবেন, যেমন: পরিষ্কার-পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলো-বাতাস ও শিক্ষার্থীদের বসার কাঠামো।
  • একজন শ্রেণিশিক্ষক ক্লাসে প্রবেশের পর সেদিনের জন্য ক্লাসটাকে সম্পূর্ণ রেডি করবেন যেন অন্যান্য ক্লাসগুলো নির্বিঘেœ চলতে পারে যেমন : প্রয়োজনীয় বেঞ্চ ঠিক আছে কি না, শিক্ষার্থীরা বসতে পারছে কি না, শিক্ষকের স্থান লেখার জন্য বোর্ড রেডি আছে কি না, কোন শিক্ষার্থী বিশেষ কোন অসুবিধা বোধ করছে কি না সর্বোপরি সম্পূর্ণ ক্লাসটা একবার ঘুরে দৃষ্টির শাসনে শিক্ষার্থীদেরকে লেখাপড়ার দিকে ধাবিত করতে হবে মনে রাখতে হবে হাসি মুখে তাদের সাথে কুশল বিনিময় করতে হবে 
  • একজন শ্রেণিশিক্ষকের দায়িত্ব ও কর্তব্য।responsibilities of the class teacher  -এর মধ্যে অন্যতম যোগ্যতা শ্রেণিকক্ষে লেখাপড়ার পরিবেশ গড়ে তোলা কারণ প্রথম ক্লাসে লেখাপড়ার পরিবেশ ঠিক থাকলে পরবর্তী ক্লাসগুলো করানো অন্যান্য বিষয় শিক্ষকদের জন্য সহজ হয়ে যায়।
  •  শ্রেণিশিক্ষক(Class Teacher) তাঁর শ্রেণির শৃংখলা রক্ষার্থে সেশনের শুরুতে শ্রেণি ক্যাপ্টেন নির্বাচন করবেন, যাদের মাধ্যমে সারা বছর শ্রেণির নিয়মিত রিপোর্ট সংগ্রহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন মনে রাখতে হবে শ্রেণি ক্যাপ্টেন/ক্যাপ্টেনদের সামনের বেঞ্চে বসানোর ব্যবস্থা করতে হবে উল্লেখ্য শ্রেণি ক্যাপ্টেন নির্বাচনের অন্যতম কারণ ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি
  • এরপর অফিসিয়াল কোন নির্দেশনা থাকলে তা যথারীতি শিক্ষার্থীদেরকে অবহিত করতে হবে। এছাড়াও শ্রেণিশিক্ষক পড়ালেখার প্রতি একঘেয়েমিয়তা দূর করতে সপ্তাহে ১টি দিন আনন্দ বিনোদনের ব্যবস্থা করতে পারেন। যেমন : সাংস্কৃতিক চর্চার কবিতা, গান, অভিনয়, কুইজ প্রতিযোগীতা ইত্যাদি। চিত্ত বিনোদন পেতে “সবার জন্য ব্লগ”-এ যেতে পারেন এবং ইচ্ছেমতো কনটেন্ট খুঁজে নিতে পারেন।
  • একজন শ্রেণিশিক্ষক(Class Teacher)তাঁর ক্লাসের সকল শিক্ষার্থীর বৃত্তান্ত সংগ্রহ করবেন যেমন : পিতা মাতার নাম, জন্ম তারিখ, এলাকার ঠিকানা, অভিভাবকের ফোন নম্বর, শিক্ষার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি
  • একজন শ্রেণি শিক্ষক(Class Teacher)নিয়মিত শিক্ষার্থীদের অভিভাবকের সাথে যোগাযোগ রক্ষা করবেন,   ফোনে, পত্রের মাধ্যমে কিংবা সরাসরি বাসায় গিয়ে
  • একজন শ্রেণিশিক্ষক(Class Teacher) তাঁর শ্রেণিতে থাকা সকল শিক্ষার্থী’র ছুটির আবেদন পত্রে বিবেচনা স্বাপেক্ষে সুপারিশ করে প্রধান শিক্ষক/সহঃ প্রধান শিক্ষক দ্বারা ছুটি মঞ্জুর হলে সে সকল আবেদন পত্র নিজ দায়িত্বে সংরক্ষন করবেন
  • একজন শ্রেণিশিক্ষক(Class Teacher) তার শ্রেণির সকল শিক্ষার্থীর অভিভাবক হিসেবে প্রতিষ্ঠানের বর্তমান পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিষ্ঠানটি যে আধুনিকায়ন হিসেবে এগিয়ে যাচ্ছে তার সঠিক তথ্য অভিভাবকের নিকট পৌঁছে দিবেন
  •  নিয়মিত মাসিক বা সাপ্তাহিক রিপোর্ট সংগ্রহ তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দূর্বল শিক্ষার্থীদের-কে সবল করার জোর প্রচেষ্টা চালাবেন
  • একজন শ্রেণিশিক্ষক(Class Teacher) বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষকের ইনচার্জ/গাইড শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন সে সময় অবশ্যই শিক্ষকদের নিয়মিত মিটিং এর মাধ্যমে কাজে উদ্বুদ্ধ করতে হবে এবং আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে
  • এছাড়াও ফলাফল বহি সংরক্ষণ সঠিক সময়ে ফলাফল ঘোষণাসহ শ্রেণির অন্যান্য বিষয় শিক্ষক স্ব-স্ব বিষয় ইতিবাচকভাবে পড়াচ্ছেন কিনা বা নিয়মিত শ্রেণি ডায়েরি লিখা হচ্ছে কিনা খোঁজ  রাখবেন, যদি না হয়ে থাকে তবে সমন্বয় করবেন।
এর বাইরেও আরো ছোট-খাটো অনির্ধারিত দায়িত্ব পালন করতে হয় একজন শ্রেণিশিক্ষক(Class Teacher)-কে। এসব অনির্ধারিত দায়িত্ব তাৎক্ষণিতভাবে আসে এবং তাৎক্ষণিতভাবেই পালন করতে হয়। সব মিলিয়েই 

শ্রেণিশিক্ষকের দায়িত্ব ও কর্তব্য । responsibilities of the class teacher  -এর পরিমাপ করা হয়।




ধন্যবাদ জ্ঞাপনে;



লিখেছেন : মসনদ সাগর
শিক্ষক, মাস্টার ট্রেইনার, লেখক ও ফ্রিল্যান্সার, 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ